১. সন্ধি বিচ্ছেদ করুনঃ
অন্তর্ধান= অন্তঃ+ধান
ঐতিহ্য = ঐতিহ + য
ঝরনা = র্ঝ + না
প্রিয়ংবদা = প্রিয়ম্ + বদা
সদ্যোজাত=সদ্য+জাত
২. এক কথায় প্রকাশ
অনেক দেখেছে যে- ভূয়োদর্শী
উদরই সব যার-উদরসর্বস্ব
যা কষ্টে নিবারণ করা যায় না যা-অনিবার্য
দেখা যায়নি যা- অদৃষ্টপূর্ব
যে নারীর স্বামী বিদেশে থাকে- প্রোষিতভর্তৃকা
৩. অর্থসহ বাক্য রচনা করুনঃ
অক্ষয় বট- প্রাচীন ব্যক্তি ( সমাজে এখনো অক্ষয় বটদের মূল্য অনেক বেশী)
উনপাজুরে- দুর্বল বা শ্রম কাতর ( আমার মত ‘উনপাঁজুরে’ লোক দিয়ে গার্ডের কাজ চলবে না)
কলির সন্ধ্যা- দুঃখের সূচনা বা আসন্ন বিপদ ( চাকরি হতে তিরস্কার হয়ে তার জীবনে কলির সন্ধ্যা নেমে আসলো)
দাদ নেওয়া- প্রতিশোধ নেওয়া ( আজ থাকে বাগে পেয়েছি সেদিনের অপমানের দাদ নেওয়া যেতে পারে)
পাথরে পাঁচ কিল- অত্যন্ত সৌভাগ্য, অদৃষ্ট সুপ্রসন্ন, অতিশয় সুদিন বা সুখের সময়। ( চাকরি পেয়ে আজ মনে হচ্ছে আমার জীবনে‘পাথরে পাঁচ কিল’ এসেছে)
৪. ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুনঃ
অধিভুক্ত- অধিতে ভুক্ত- তৎপুরুষ সমাস
কৃতবিদ্যা- কৃত বিদ্যা যার- সমানাধিকরন বহুব্রীহি সমাস
গুণমুগ্ধ- গুণে মুগ্ধ- তৎপুরুষ
ছায়াতরু- ছায়া প্রধান তরু বা ছায়া প্রদানকারী তরু- মধ্যপদলোপী কর্মধারয়
দিগ্বিদিক- দিক/দিগ্ ও বিদিক- দ্বন্দ্ব সমাস
৫. বিপরীত শব্দ লিখুনঃ
স্বার্থপর- পরার্থপর বা নিঃস্বার্থ
মুখর- মৌন/শান্ত বা নির্জন
বিরল- বহুল/অহরহ বা সচরাচর
পূর্বসুরি- উত্তরসুরি
পরকীয়- স্বকীয়
৬. নদীদূষণ ও প্রতিকার সম্পর্কে ১০ টি অর্থবোধক বাক্য লিখুন। ( নিজে চেষ্টা করুন)
৭. Make sentences with meaning:
In black and white- in writing ( I wish to see the proposals in black and white)
White elephant- A possession that is useless or troublesome, especially one that is expensive to maintain or difficult to dispose of (“a huge white elephant of a house that needed ten thousand spent on it”)
Achilles heel- a weakness or vulnerable point ( “the Achilles heel of the case for nuclear power remains the issue of the disposal of waste”)
Null and void- Canceled or invalid (The lease is now null and void )
For good-forever or permanently (The Love experience almost frightened me away for good)
৮. Write antonyms:
Benign- unkind or hostile
Magnify- reduce
Illusive- real
Outset- Terminate
Scarcity- Abundance
৯. Fill in the gaps with appropriate preposition:
i) The man was accused —murder. Ans: of
ii) I am good —- English. Ans: at
iii) I shall inquire —-the matter. Ans: into
iv) I am looking —–good job. Ans: forward to
v) His statement coincides ——mine. Ans: with
১০. Amplify the idea. Honesty is the best policy.
১১. Translate into English:
i) বাংলাদেশ একটি বদ্বীপ- Bangladesh is a delta
ii) দুই ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে- It has been raining for two hours
iii) বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ- Bangladesh is a riverine country.
iv) পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে- The earth moves around the sun
v) দুয়ে দুয়ে চার হয়- Two and two makes four.
১২. Use appropriate article where applicable:
ii) He spent a lot of money. Ans: a
iii) Let us go out for a walk. Ans: a
iii) This is slip of the tongue. Ans: the
iv) He is the best boy in the class. Ans the
v) Speak the truth, never tell a lie. Ans: the, a
১৩. সুদের হার শতকরা ৪ টাকা হলে, কত বছরে ৪০০০ টাকা সুদে আসলে ৪৪০০ টাকা হবে? উত্তরঃ ২.৫ বছর
১৪. একটি ছাগল ১০% ক্ষতিতে বিক্রয় করূ হলো। বিক্রয় মূল্য ৩৬ টাকা বেশী হলে ১২.৫% লাভ হতো। ছাগলটির ক্রয়মূল্য কত? উত্তরঃ ১৬০ টাকা
১৫. একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়ক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এর প্রস্থের ৩ গুণ এবং ক্ষেত্রফল ৭৬৮ বর্গমিটার। প্রতি ৮০ সে.মি বর্গ আকারের পাথর দিয়ে বর্গক্ষেত্র টি বাঁধতে কতটি পাথর লাগবে?
উত্তর : ১২৮০০০ টি
ব্যাখ্যাঃ
দেওয়া আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুন সুতরাং প্রস্থ m হলে দৈর্ঘ 3m তাহলে mx3m=768 বা m^2=768/3 m^2=256 বা m=16=প্রস্থ দৈর্ঘ 16×3=48 মি পরিসীমা =48×2+16×2=96+32=128মি আবার আয়তাকার এর পরিসীমা =বর্গাকারের পরিসীমা অর্থাত এক বাহু x4 =128 বা এক বাহুর দৈর্ঘ= 128÷4=32 মি এর ক্ষেত্রফল ৩২^২=১০২৪বর্গ মি =১০২৪x ১০০০০ বর্গ সে মি=১০২৪০০০০বর্গ সে মি মোট পাথর লাগবে =জায়গার মোট ক্ষেত্রফল ÷মোট পাথরের ক্ষেত্রফল ১০২৪০০০০÷৮০=128000 টি
১৬. একটি বাড়ি ৪০ ফুট উঁচু। একটি মইয়ের তলদেশে মাটিতে বাড়িটির দেয়াল থেকে ৯ ফুট দূরে রাখা আছে। উপরের মইটি বাড়িটির ছাদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা? উত্তরঃ ৪১ ফুট
১৭. (p+1/p) =2 হলে (p2+1/p2) (p3+1/p3) এর মান কত? উত্তরঃ 4
১৮. সংক্ষিপ্ত প্রশ্নঃ
ক) বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্রের রচয়িতা কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ) বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বপ্রথম কোন পাকসেনা নায়ক আত্মসমর্পণ করে? জেনারেল নাগরা
গ) অপারেশন জ্যাকপট কবে পরিচালিত হয়? ১৯৭১ সালের ১৫ আগস্ট
ঘ) মুক্তিযুদ্ধে গঠিত K ফোর্সের প্রধান কে ছিলেন? মেজর খালেদ মোশাররফ
ঙ) বাংলাদেশের কোন দুটি বিভাগের সবকটি জেলা সীমান্তবর্তী? সিলেট ও ময়মনসিংহ
চ) মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? জহিরউদ্দিন মুহম্মদ বাবর
ছ) সংসদের কাস্টিং ভোট বলা হয় কোন ভোটকে? স্পিকারের ভোটকে
জ) বাংলাদেশ রাষ্ট্রের প্রধান আইনজীবি কে? এটর্নি জেনারেল
ঝ) বিশ্বের শীর্ষ শিল্প প্রধান দেশ? যুক্তরাষ্ট্র
ঞ) যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? থেরেসা মে
ট) HIV এর পূর্ণরূপ কী? Human immunodeficiency virus
ঠ) আল জাজিরা কোন দেশের সংবাদ মাধ্যম? কাতার
ড) বাংলাদেশে কবে প্রথম ইন্টারনেট চালু হয়? ১৯৯৬ সালে
ঢ) RAM ও ROM এর পূর্ণরূপ কি? RAM: Random Access Memory, ROM: Read Only Memory
ণ) তিনটি output device এর নাম লিখুনঃ Monitor, Printer, Head Phone
ত) দুটি Software এর নাম লিখুনঃ Microsoft Office, Avast
থ) বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদীর নাম কী? হাড়িয়াভাঙ্গা
দ) বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি? মেঘনা
ধ) চীন, ভারত ও বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত নদীর নাম? ব্রহ্মপুত্র ( চীন, ভারত ও বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত ১৭৬০ মাইল দীর্ঘ ব্রহ্মপুত্র নদ)
ন) গঙ্গাখাত কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে ( সোয়াচ অব নো গ্রাউন্ডের অপর নাম গঙ্গাখাত )
পরীক্ষার প্রশ্ন নিচেঃ