পেমেন্ট সংক্রান্ত কিছু আপডেট করা হয়েছে আমাদের ওয়েবসাইট এবং অ্যান্ড্রয়েড অ্যাপস
এখানে থাকছেঃ
১। অতিরিক্ত ফি দিতে হবে না।
২। পেমেন্ট করার সাথে সাথে আপনার একাউন্ট একটিভ হবে ।
৩।অনেক গুলো পেমেন্ট মেথড পাবেন, বিকাশ ,রকেট , ডাচ-বাংলা ব্যাংক ,মাস্টার কার্ড এবং ভিসা কার্ড
৪। অতিরিক্ত তথ্য দিতে হবে না ,শুধু বিকাশের ক্ষেত্রে TrxID দিতে হবে। রকেট বা অন্য মেথডে কোন তথ্য দিতে হবে না।
বিস্তারিত ছবিতেঃ
বিস্তারিত তথ্যঃ
আমাদের ওয়েবসাইটে পেমেন্ট সিস্টেম ছিল সেন্ড মানি করার । সেন্ড মানি করতে গিয়ে আপনাদের অতিরিক্ত ৫ টাকা ফি দিতে হতো। এই সমস্যার সমাধান করার জন্য আমরা নতুন পেমেন্ট গেটওয়ে চালু করেছি। এখানে আপনাকে সেন্ড মানি করতে হবে না। আপনার বিকাশ থেকে পেমেন্ট অপশনে গিয়ে পেমেন্ট করতে পারবেন। আপনাদের অতিরিক্ত 5 টাকা ফি দিতে হবে না। এমনকি অনেকে এসএমএস অ্যালার্ট এর জন্য 10 টাকা ফি দিতে খরচ হতো ৫ টাকা। এটাও আর অতিরিক্ত খরচ হবে না।
এখন খুব সহজে আপনার মোবাইলের বিকাশ অ্যাপস থেকে অথবা ম্যানুয়ালি বিকাশ থেকে পেমেন্ট এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
রকেটঃ
রকেট থেকেও অনেক সহজে টাকা পেমেন্ট করতে পারবেন । শুধু আপনার রকেট একাউন্ট এবং পাসওয়ার্ড দিয়ে আপনি টাকা পেমেন্ট করতে পারবেন।
অনেকে রকেটের পাসওয়ার্ড দিতে ভয় পেতে পারেন , তাদের বলবো আপনি রকেট নির্বাচন করার সাথে সাথে আপনাকে ডাচ-বাংলা ব্যাংকের ওয়েবসাইটে নিয়ে যাবে এবং ডাচ-বাংলা ব্যাংক আপনার পাসওয়ার্ড নিবে , আমরা না। আর ভয়ের কোন কারণ নাই । আপনার কোন তথ্য সংগ্রহক্ষণ করা থাকবে না।আর রকেট বা ডাচ-বাংলা ব্যাংক নিজেদের নিরপত্তা ঠিক রেখেই এই টা পরিচালনা করছে , তাই ভায়ের কিছু নাই।
নিচের ছবিতে দেখলে বুঝতে পারবেনঃ
বিঃদ্রঃ ভুলেও ফ্লেক্সিলোড দিবেন না। ফ্লেক্সিলোডের দায়ভার আমরা নিবো না। ফ্লেক্সিলোড বাদে পেমেন্ট সংক্রান্ত যে কোন সমস্যা হলে তার দায়ভার আমরা নিবো।
পেমেন্ট সংক্রান্ত যে কোন প্রয়োজনে আমাদের হেল্প লাইনে কথা বলেনঃ 01710286369 ( সময়ঃ সকাল -১১টা থেকে রাত ১০টা পর্যন্ত )