বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল

পদের নামঃ অফিস সহকারী-কাম-ম্পিউটার মুদ্রাক্ষরিক

সময়ঃ ১ ঘণ্টা  তারিখঃ ২৩/০৯/২০২২    পূর্ণমান = ৭০


যে কোন প্রশ্নের সমাধান পেতে পরীক্ষার প্রশ্ন আমাদের পাঠিয়ে দেনঃ 

ইমেইল করুনঃ Admin@studyonlinebd.com

imo- 01710286369
whatsapp-01710286369

বিঃদ্রঃ পরীক্ষা শেষ হলেই, শুধু প্রশ্নের সমাধান দেওয়া হয়। এখানে কোন প্রকার বেআইনি কোন কাজ করা হয় না। দয়া করে অসৎ উদ্দেশ্যে কেউ আমাদের ফোন দিবেন না। 


সম্পূর্ণ সমাধান দেখুন নিচেঃ


বাংলা অংশের সমাধানঃ  

১। কারক ও বিভক্তি নির্ণয় করুন:

ক) আকাশ আজি মেঘলা যেয়াে নাকো একলা। উত্তরঃ অধিকরণে শূন্য

খ) ডাক্তার ডাক। উত্তরঃ কর্ম কারকে শূন্য 

গ) জাহাজে সাগর পার হওয়া যায়। উত্তরঃ করণে সপ্তমী

ঘ) তােমার পূজার ছলে তােমায় ভুলেই থাকি । উত্তরঃ সম্প্রদানে ষষ্ঠী

ঙ) বাবা বাড়ি নেই। উত্তরঃ অধিকরণে শূন্য

 

২। “পর্বত” শব্দের ৫টি সমর্থক শব্দ লিখুন:

উত্তরঃ পাহাড়, গিরি, অচল, নগ, শৈল

 

ইংরেজি অংশের সমাধানঃ  

৩। Make Sentence with meaning:

ক) Right and left = এলোমেলো/সবদিকে = Tania owes money right and left.

খ) By virtue of  = যোগত্য বলে = Razib has got the job by virtue of merit.

গ) Point blank = সুনির্দিষ্টরূপে = Point-blank shooting is done from a gun.

ঘ) In time = যথাসময়ে = She set the alarm so she would wake up in time.

ঙ) Narrow escape = অল্প সুযোগ = He had a narrow escape since the bullet came within inches of his head.

 

৪। Translate into English:

ক) জেলেরা নদীতে মাছ ধরছে। উত্তরঃ The fishermen are fishing in the river.

খ) স্বদেশপ্রীতি একটি মহৎ গুণ । উত্তরঃ Patriotism is a noble virtue.

গ) অসারের তর্জন গর্জন সার। উত্তরঃ Empty vessels sound much.

ঘ) মেধা মানে সমস্যা এড়াবার যােগ্যতা। উত্তরঃ Intelligence means the ability to avoid problems.

ঙ) লোকটি গরিব কিন্তু সৎ। উত্তরঃ The man is poor but honest.

 

গণিত অংশের সমাধানঃ  

৫। ABC ত্রিভুজে <B = 6x ডিগ্রি, <C = 5x ডিগ্রি, <A = y ডিগ্রি এবং 6 <A = 7 <B হলে, x এবং y এর মান কত?

উত্তরঃ 70°

৬। বর্গাকার একটি মাঠের ভেতরে চারদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। যদি রাস্তার  ক্ষেত্রফল 1 হেক্টর হয়, তবে রাস্তা বাদে ভিতরের ক্ষেত্রফল কত হেক্টর?

উত্তরঃ 38.56 হেক্টর

 

সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ  

৭। এক কথায় উত্তর দিন:

ক) বাংলাদেশ নৌবাহিনীর প্রথম রনতরীর নাম কী ? উত্তরঃ বিএনএস পদ্মা

খ) মুক্তিযুদ্ধ চলাকালীন সময় কোন সেক্টরের অধীনে কোন সেক্টর কমান্ডার ছিল না? উত্তরঃ ১০ নং সেক্টর

গ) পদ্মাবতী কাব্যখানা মহাকবি আলাওল কোন ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করেন ? উত্তরঃ হিন্দি

ঘ) বিশ্বের প্রথম দেশ হিসেবে বিটকয়েনকে বৈধ মুদ্রা বা কারেন্সি হিসেবে স্বীকৃতি দেয় কোন দেশ? উত্তরঃ এল সালভাদর

ঙ) “মোরা একটি ফুলকে বাঁচাবাে বলে যুদ্ধ করি" - গানটির শিল্পী কে ?  উত্তরঃ আপেল মাহমুদ

চ) এক্সেল প্রোগ্রাম দ্বারা কোন ধরনের ফাইল তৈরী হয় ? উত্তরঃ ওয়ার্কশিট ফাইল

ছ) প্রিন্টারের মান কীভাবে পরিমাপ করা হয় ? উত্তরঃ Dot per inch

জ) ডিজিটাল কম্পিউটারের সূক্ষতা কত ? উত্তরঃ ১০০%

 ঝ) ইনপুট আউটপুটকে সংক্ষেপে কী চিহ্ন  দ্বারা প্রকাশ করা  হয় ? উত্তরঃ I/O

ঞ) বাংলাদেশের প্রথম ইন্টারনেট সার্চ ইঞ্জিন কোনটি ? উত্তরঃ পিপীলিকা

ট) মিনি কম্পিউটারের জনক কে ? উত্তরঃ কেনেথ এইচ অলসেন

ঠ) SOAP এর পূর্ণ রূপ কী? উত্তরঃ Simple Object Access Protocol

ড) কী বাের্ডের কন্ট্রোল কী এর সংখ্যা কয়টি? উত্তরঃ ২টি

ঢ) ডিজিটাল কম্পিউটার কত প্রকার? উত্তরঃ ৪ প্রকার

ণ) ট্রান্সমিশন স্পিডকে কী বলা হয়? উত্তরঃ ব্যান্ডউইথ