মন্ত্রণালয় ও অধিদপ্তরের  চাকরির প্রস্তুতিতে নতুন কি কি থাকছে?

১৭ তারিখ থেকে আমাদের নতুন রুটিনে পরীক্ষা শুরু হচ্ছে । আমরা এই পরীক্ষা থেকে Job Aid অ্যাপের সকল সার্ভিস সম্পূর্ণ ভাবে চালু করতে চাচ্ছি। শুধু ক্লাস সিস্টেম ছাড়া এই পরীক্ষা থেকে সকল সার্ভিস থাকবে। 

১। অধ্যায় ভিত্তিক প্রশ্ন বিশ্লেষণঃ ২০২১ সালে এবং ২০২২ সালের অনুষ্ঠিত পরীক্ষার বিশ্লেষণ দেওয়া হবে অধ্যায় ভিত্তিক। 

২। শর্ট সাজেশনঃ অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য কি কি এবং একটা অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কি তা বিশ্লেষণ করা হবে। 

৩। আপনার পড়াশোনা বা পরীক্ষা কাজে লাগছে কি না তা যাচাই করা হবে। 

৪। প্রতিদিন এক অধ্যায় পড়াশোনা করে আপনাকে পরীক্ষা দিতে হবে। মন্ত্রণালয় ও অধিদপ্তরের চাকরির পরীক্ষায় যেমন প্রশ্ন হতে পারে ঠিক সেই রকম প্রশ্ন করে Daily Exam পরীক্ষা নেওয়া হবে। 

৫। আপনার পড়াশুনা যে ঠিক পথে এগিয়ে যাচ্ছা তার একটা বিশ্লেষণ দেওয়া হবে আপনাকে। 

৬। এছাড়াও আপনাদের বেশি সমস্যা দেখা দিলে আমরা খুব দ্রুত আরো সার্ভিস বৃদ্ধি করবো। আমাদের নতুন সার্ভিস সহযোগী শিক্ষক । আপনি কোথায় ও সমস্যায় পড়লে আপনাকে হেল্প করতে পারবে। এইটার কাজ চলমান। এই সার্ভিস চালু হবে আমাদের নতুন প্যাকেজ সিস্টেম চালু করার পরে।  

এই কোর্স শেষ করতে পারলে আপনি প্রতিটা পরীক্ষায় সর্বনিম্ন ৮০% মার্ক কমন পাবেন।

[বি: দ্রঃ] আমাদের সকল সেবার জন্য চার্জ ১ মাসে ৫০টাকা এবং তিন মাসের জন্য ১৩০টাকা ।এখানে আপনার Member Class*  মন্ত্রণালয় ও অধিদপ্তর   থাকতে হবে। আগে থেকে আপনি পেইড মেম্বার হয়ে থাকলে এই পরীক্ষায় অংশ গ্রহণ করতে চাইলে আমাদের নতুন ভার্সন Android app থেকে  change class এর মাধ্যমে ২য় class মন্ত্রণালয় ও অধিদপ্তর নির্বাচন করতে পারবেন।

নতুন অ্যাপে অধিক সার্ভিস পাবেন, তাই পরীক্ষা দিতে নতুন অ্যাপে পরীক্ষা দিন ।  Android app: Job Aid  


পরীক্ষা দিতে পারবেন www.studyonlinebd.com অথবা Android app: Job Aid এর মাধ্যমে

কি ভাবে পেইড মেম্বার হতে পারবেন নিচের ভিডিওতে দেখতে পাবেনঃ পুরাতন ভিডিও শুধু মাত্র দেখার জন্য দেওয়া হয়েছে

কি ভাবে পরীক্ষা দিবেন দেখুন ভিডিওতেঃ 



৮০ দিনে মন্ত্রণালয় ও অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি শুরু আগামী ১৭-০৯-২০২২ থেকেঃ

পরীক্ষার রুটিনঃ  https://drive.google.com/file/d/1CpookJgUhEi5gYLUrU_-T5WfI4YG12AD/view?usp=sharing

পরীক্ষার সময়সূচী নিচেঃ