1.কোনটি শুদ্ধ বানান- প্রত্যুৎগমন
2. চাকু শব্দটি কোন ভাষা থেকে এসেছে- তুর্কি
3. বন্য শব্দটির চলিত রূপ কোনটি- বুনো
4. নিচের কোন শব্দটির তদ্ভব- হাত
5. এতিমখানা কোন সমাস -তৎপুরুষ
6. ভানুমতির খেল প্রবচনটি বুঝায়- ভেলকিবাজি
7. ছেলেটি নয় যেন ননীর পুতুল এখানে যেন -অব্যয়
8. কোন বানানটি শুদ্ধ- স্বায়ত্তশাসন
9.কোন বানানটি শুদ্ধ- নিরীহ
10. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন -১৯১৩
11.দেয়াল গ্রন্থটির রচয়িতা কে- হুমায়ূন আহমেদ
12. বাগধারা হিসেবে প্রয়োগ করা হয় না কোন শব্দটি- চোখের জল
13. অবীরা বলতে কোন নারীকে বুঝায়-যার স্বামী ,পুত্র নেই
14. গণক শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি- গণকী
15.বিদ্বান এর সঠিক স্ত্রীবাচক শব্দ কোনটি- বিদুষী
16. মানুষ মরণশীল, এ বাক্যে মানুষ শব্দটি কোন লিঙ্গ- উভয়লিঙ্গ
17. কন্যা শব্দের সমার্থক কোনটি- তনয়া
18. জিলাপির প্যাঁচ বাগধারার অর্থ কি- কুটিল বুদ্ধি
19. ব্যাঙের আধুলি বাগধারাটির অর্থ কী- সামান্য অর্থে
20.আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, চরণটি কোন কবিতার- বিদ্রোহী
21. সংশপ্তক কোন জাতীয় গ্রন্থ- উপন্যাস
22. মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কি- মনস্+ ঈষা
23.উজ্জ্বল শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি- উৎ+ জ্বল
24.ক্রিয়াপদের মূল অংশকে কি বলে- ধাতু
25. স্রোতস্বিনী শব্দের অর্থ কি -নদী
26. কোনটি বাতাসের প্রতিশব্দ নয়- অর্ণব
27. আসামির পক্ষের উকিল কে? এখানে ‘পক্ষে’ কি অর্থে ব্যবহৃত হয়েছে-সহায় অর্থে
28. এক কথায় প্রকাশ করুন : পাঁচ সেরের সমাহার- পশুরী
29.যা লাফিয়ে চলে এক কথায় বলে- প্লবগ
30.আলো শব্দের বিপরীত শব্দ কোনটি -তিমির
ইংরেজী অংশ সমাধানঃ
31. Which of the following spelling is correct? Ans: Bureaucracy
32. Which of the following spelling is correct? Ans: Guarantee
33. Synonym of depressed-Ans: Sad
34. Antonym of the word restrict? Ans: Allow
Fill in the blanks with appropriate words:
35. Four and four --- eight. Ans: makes
36. He made his children ___ their homework every afternoon. Ans: do
37. Bread is usually made --- wheat. Ans: of
38. Fifty miles ---- a long distance. Ans: is
39. His birthday is ---December. Ans: in
40. A slip of the tongue means- unintentionally
41. Which one is singular? Hypothesis
42. Feminine gender of wizard? Ans: Witch
43. Synonym of fidelity ? Ans: loyalty
44. Antonym of ingenious? incompetent
45. Find the miss-pelt word- Commitee ( Right- Committee)
46. Down to earth meaning? Realistic
47. Gulliver's Travels written by? Jonathan Swift
Choose the pair which is out of place?
48. Humane/kind
49. Resolute/determined
Choose the correct sentences:
50. Correct sentence- Dina is taller than each of her four sisters.
গণিত লেখা দেখতে সমস্যা হচ্ছে তার পরেও আমরা আগামীকাল চেষ্টা করবো।
সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ
৮১. আন্তর্জাতিক নারী দিবস- ৮ মার্চ
৮২. কোন কোন দেশের সাথে বাংলাদেশের সীমান্ত আছে- ভারত ও মায়ানমার
৮৩. শহীদ বুদ্ধিজীবী দিবস-১৪ ডিসেম্বর
৮৪. হাতিরঝিলের নকশা পরিকল্পনাকারী-এহসান খান
৮৫. নয় কুড়ি কান্দার ছয় কুড়ি বিল নামে পরিচিত কোনটি-টাঙ্গুয়ার হাওর
৮৬. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম স্থাপন করা হয়- কালুরঘাট, চট্টগ্রাম
৮৭. ওয়ানগালা উৎসব কাদের- গারো
৮৮. HTML কখন ব্যবহার করা হয়- ওয়েব পেজ ডিজাইন
৮৯. কম্পিউটার নিচের কোন ভাষাটি ব্যবহার করে- বাইনারি
৯০. বাংলা ছোটগল্পের জনক বলা হয়-রবীন্দ্রনাথ ঠাকুর
৯১. জোয়ার ভাটা হয় না কোন নদীতে- গোমতী নদী
৯২. MS Word এর কোন মেনুতে Mail Merge থাকে? Mailings
৯৩. পোস্ট করার কী বোর্ড কমান্ড কোনটি- CTRL + S
৯৪. ইনপুট ডিভাইস-মাউস
৯৫. প্রিন্ট করার শর্টকাট কমান্ড কোনটি- CTRL + P
৯৬. বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের কোন নগরীকে হেলথ সিটি ঘোষণা করেছেন-চট্টগ্রামকে
৯৭. বাংলাদেশ পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করে- ১৯৭৬ সালে
৯৮. সংবিধান নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব দিয়েছেন কাকে- হাইকোর্টকে
৯৯. একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বর্তমান অবস্থা কত- ৭ম
১০০. বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর নিচের কোনটি- বেনাপোল
সম্পূর্ণ সমাধানের কাজ চলছে আমাদের সাথে থাকেনঃ
প্রশ্ন সংগ্রহ করেছেঃ Abu Sadik ভাই
পরীক্ষার প্রশ্ন নিচেঃ