১. Lyric শব্দের প্রতিশব্দ? উত্তরঃ গীতিকবিতা

২. বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে? উত্তরঃ ১৯৫৫ সালে [৩ ডিসেম্বর ১৯৫৫ সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়]

৩. কণ্ঠস্বর সাহিত্য পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তরঃ আবদুল্লাহ আবু সায়ীদ

৪. পরশুরাম ছদ্মনামে লিখতেন? উত্তরঃ রাজশেখর বসু

৫. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেন? উত্তরঃ ১৯২৬ সালে [রবীন্দ্রনাথ ঠাকুর জীবনে একবার ১৯২৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন]

৬. সন্ধি বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? উত্তরঃ ধ্বনিতত্ত্বে

৭. কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস নয় কোনটি? উত্তরঃ শিউলিমালা [শিউলিমালা নাটক]

৮. মহুয়া কে রচনা করেন? উত্তরঃ দ্বিজ কানাই

৯. কবিকঙ্কন কোন কবির উপাধি? উত্তরঃ মুকুন্দরাম চক্রবর্তী

১০. মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি? উত্তরঃ পায়ের আওয়াজ পাওয়া যায়

১১. সাহিত্যিকী পত্রিকাটি কোন প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়? উত্তরঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়

১২। কোনটি ভাববাচক বিশেষ্য নয়? উত্তরঃ সৌন্দর্য [সৌন্দর্য গুণবাচক বিশেষ্য]

১৩। প্রত্যয় দিয়ে গঠিত শব্দ? উত্তরঃ গ্রামীণ [গ্রাম+ ঈন= গ্রামীণ]

১৪। মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ- উত্তরঃ হাতেখড়ি

১৫। Translate the following sentence into Bengali “Diamond cuts diamond”. উত্তরঃ মানিকে মানিক চেনে

১৬। অধিকরণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি? উত্তরঃ সারারাত বৃষ্টি ছিল।

সম্পূর্ণ সমাধানের কাজ চলছে..... 

জব'স পাসওয়ার্ড এর recent job solution 2021 (১৪০+ সেট প্রশ্নের ব্যাখ্যা সহ) বইটি পাবেন ১০ জানুযারির মধ্যে

বইটিতে যা যা থাকছেঃ

১। ২০২১ সালে অনুষ্ঠিত চাকরির নিয়োগ পরীক্ষার ১৪০ (+) সেট প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান।

২। ১৪০ সেট প্রশ্নের মধ্যে ৮০ সেট  MCQ পরীক্ষার প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান এবং

৩। ৬০ সেট লিখিত পরীক্ষার প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান।

কেন বইটি পড়বেন?  

একজন চাকরীর প্রার্থী Recent Job Solution বইটি সাধারণত প্রশ্নের ব্যাখ্যা এবং চাকরির পরীক্ষার প্রশ্নের বিশ্লেষণ করার জন্য পড়ে থাকে। আমরা এই বিষয়টিকে গুরুত্ব দিয়েছি। বইটি যেসব কারণে পড়বেনঃ  

১। বইটির প্রশ্নের সেট প্রতিষ্ঠান অনুযায়ী সাজানো হয়েছে।  

২। বইটিতে বিশ্লেষণ করা হয়েছে কোন অধ্যায় থেকে কত মার্ক কমন এসেছে।  

৩। আপনাদের বিশ্লেষণ সহজ করার জন্য আমরা প্রশ্নের সাথে বিগত কোন বছর থেকে এবং কোন প্রতিষ্ঠান থেকে প্রশ্ন এসেছে তা সংযুক্ত করা হয়েছে।      

৪। সহজ ও প্রাঞ্জল ভাষায় যতটুকু ব্যাখ্যা প্রয়োজন ততটুকু ব্যাখ্যা সংযুক্ত করা হয়েছে।

৫। লিখিত প্রশ্নের সকল অংশের সমাধান সংযুক্ত করা হয়েছে।  

৬। ২০২১ সালে অনুষ্ঠিত ব্যাংক, বিসিএস, অধিদপ্তর, মন্ত্রণালয়, বিভাগ, বোর্ডসহ বিভিন্ন  চাকরির নিয়োগ পরীক্ষার ১৪০ (+) সেট প্রশ্ন সংযুক্ত করা হয়েছে।  


অন্য বই থেকে বইটি কেন আলাদাঃ

বিগত সালের তথ্য সংযুক্তঃ পরীক্ষার প্রশ্ন বিগত কোন সালের পরীক্ষা থেকে এসেছে সেই তথ্যগুলো সংযুক্ত করা আছে।

অধ্যায় ভিত্তিক বিশ্লেষণঃ প্রতিটা পরীক্ষার প্রশ্ন  কোন অধ্যায় থেকে কত মার্ক কমন এসেছে তা  বিশ্লেষণ করা করা হয়েছে ।

বইটি প্রকাশ হবেঃ খুব দ্রুত