দুই পদে কর্মকর্তা নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

সহকারী লাইব্রেরীয়ান কাম ক্যাটালগার ও উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক পদের নিয়োগ পরীক্ষা আগামী ২২ জুন শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ ভেন্যুতে পরীক্ষা নেওয়া হবে।

প্রার্থীরা dpe.teletalk.com.bd অথবা www.dpe.gov.bd ওয়েবসাইটে লগ ইন করে পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এবং ওএমআর শিট পূরণের নিয়মাবলী জানতে পারবেন।

বিস্তারিত নিচেঃ 



Warning: sizeof(): Parameter must be an array or an object that implements Countable in /home/nahid34/public_html/user/jobs-exam-date-details.php on line 104