বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ০৮ জুলাই ২০২০ খ্রি. তারিখের ৩৯.০০.০০০০.০০৬.১১.০০৩.১৯.১৪৩ এবং ২১ সেপ্টেম্বর ২০২১ খ্রি. তারিখের ৩৯.০০.০০০০.০০৬.১১.০০৩.১৯.১৩৬ সংখ্যক ছাড়পত্র অনুযায়ী বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মােতাবেক জনবল নিয়ােগের জন্য নিম্নবর্ণিত ১৩ ক্যাটাগরির ৯৮টি শূন্য পদে শর্তসাপেক্ষে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

পদের নাম:

সায়েন্টিফিক এ্যাসিসটেন্ট-১= ৭ জন

টেকনিশিকয়ান-১= ৪ জন

স্টেনোগ্রাফার-কাম-কম্পিউটার অপারেটর= ২ জন

লাইব্রেরি অ্যাসিসট্যান্ট= ৩ জন

স্টেনােটাইপিস্ট-কাম-কম্পিউটার= ৪ জন

সায়েন্টিফিক এ্যাসিসটেন্ট-২= ১৩ জন

টেকনিশিকয়ান-২= ৮ জন

কম্পিউটার টাইপিস্ট= ১০ জন

ল্যাবরেটরী এ্যাটেনড্যান্ট= ২০ জন

ড্রাইভার্স মেট/বাস হেলপার= ১ জন

জেনারেল এ্যাটেনড্যান্ট-২= ১৩ জন

সিকিউরিটি এ্যাটেনডেন্ট-২= ১১ জন

স্যানিটারী এ্যাটেনডেন্ট-২= ২জন

২৪/১০/২০২১ খ্রি. তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জিইপি/রেজিষ্ট্রি ডাক/কুরিয়ার সার্ভিসযােগে পরিচালক, সংস্থাপন বিভাগ(অতিরিক্ত দায়িত্ব), বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, পরমাণু ভবন, ই-১২/এ, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবর পৌছাতে হবে।

বিস্তারিত নিচেঃ