সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন
Android App: Jobs Exam Alert

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, বাংলাদেশ রেলওয়ের নিয়ােগ বিজ্ঞপ্তি নং ৫৪.০১.১৫০০.১০৬.০৩.০২৩.১৯/১ তারিখ-৩০-০৭-২০১৯খ্রিঃ এর ক্রমিক-৩ বর্ণিত পদের (পরিচ্ছন্নতা কর্মী) জন্য নিম্নলিখিত সংযােজনী জারী করা হলাে।

‘ পরিচ্ছন্নতা কর্মী পদে নিয়ােগের ক্ষেত্রে সরকার নির্দেশিত মােট পদের শতকরা ৮০ ভাগ জাত হরিজনদের জন্য বরাদ্দ থাকবে, তবে জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সে সকল পদ সাধারণ প্রার্থীদের দ্বারা পূরণ করা হবে। ইহা প্রকাশিত নিয়ােগ বিজ্ঞপ্তির ক্রমিক ১৭ হিসেবে গন্য হবে।