পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড

পদ ও যোগ্যতা : অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ৫০, সিভিল ৫ এবং মেকানিক্যাল ৫) মোট ৬০ জন।

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস/সিভিল অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক। বেতন-ভাতা : মূল বেতন ৫০০০০ টাকা এবং অন্যান্য ভাতা।

সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল ৫০, ইলেকট্রনিকস ৮, সিভিল ১০ ও মেকানিক্যাল ৭ এবং কম্পিউটার ৩=মোট ১২১ জন।

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস/সিভিল অথবা মেকানিক্যাল অথবা কম্পিউটার টেকনোলজি বিষয়ে সরকার স্বীকৃত কোনো পলিটেকনিক থেকে কমপক্ষে ডিপ্লোমা পাস। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। সব পরীক্ষায় ৫ পয়েন্ট স্কেলে কমপক্ষে জিপিএ ৩.৫০ অথবা ৪ পয়েন্ট স্কেলে জিপিএ ২.৫০ থাকতে হবে। ৩০ জুন তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর।

পিজিসিবিতে কর্মরতদের বেলায় বয়স সর্বোচ্চ ৪০ বছর। (http:/pgcb.teletalk.com.bd) ওয়েব ঠিকানায় অনলাইনে আবেদন ৩০ জুন পর্যন্ত। প্রার্থী বাছাই লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে।

যোগাযোগ : পাওয়ার গ্রিড কম্পানি অব বাংলাদেশ লিমিটেড, আফতাবনগর, বাড্ডা, ঢাকা।

ওয়েব : www.pgcb.org.bd

 

সূত্র : কালের কণ্ঠ, ১২ জুন, পৃষ্ঠা ৭

 

 

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড

পদ ও যোগ্যতা : সাবস্টেশন অ্যাটেনডেন্ট (এসএসএ) ১০০ জন। এইচএসসি ভোকেশনাল পাস অথবা বিজ্ঞান বিভাগ থেকে কমপক্ষে এইচএসসি বা সমমানের পাস। ১ জুন তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর। আবেদন করতে হবে অনলাইনে। (http://nesco.teletalk.com.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়া শুরু হয়েছে ১০ জুন সকাল ১০টা থেকে। আবেদন জমার শেষ তারিখ ও সময় ২৩ জুন রাত সাড়ে ১১টা। সাবস্টেশন অ্যাটেনডেন্ট (এসএসএ) পদের যোগ্য প্রার্থী বাছাইয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। দুই পরীক্ষায় উত্তীর্ণ যোগ্য একজন কর্মীকে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। কম্পানির নিয়ম অনুসারে সন্তোষজনক পারফরম্যান্স সাপেক্ষে ৩ বছর পর পর চাকরির মেয়াদ বাড়ানো যাবে। একজন কর্মী চাইলে ৬০ বছর বয়স পর্যন্ত চাকরি করতে পারবেন। নিয়োগপ্রাপ্ত একজন কর্মী মাসিক মূল বেতন পাবেন ২৩০০০ টাকা এবং সঙ্গে অন্যান্য ভাতাপ্রাপ্ত হবেন।

যোগাযোগ : নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কম্পানি লিমিটেড, রাজশাহী।

ওয়েব : www.nesco.gov.bd               

সূত্র : সমকাল, ৯ জুন, পৃষ্ঠা ১০

 

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর

(প্রতিরক্ষা মন্ত্রণালয়)

পদ ও যোগ্যতা : প্রভাষক (ইংরেজি, পদার্থবিজ্ঞান, গণিত, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা) প্রতি বিষয়ে ১ জন করে। স্নাতক লেভেলে সংশ্লিষ্ট বিষয়সহ দ্বিতীয় শ্রেণি/সমমানের স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণি বা সমমানের স্নাতক (সম্মান) পাস। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।

প্রদর্শক (রসায়ন) ২ জন। সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণি বা সমমানের স্নাতক (সম্মান) ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা।

সহকারী শিক্ষক (বাংলা, ইংরেজি) ২ জন। বাংলা/ইংরেজি বিষয়ে ৩০০ নম্বরসহ স্নাতক বা সমমানের পাস। সঙ্গে বিএড থাকতে হবে অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমান পাস। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা ডিএডসহ, বিএড ছাড়া ১২৫০০-৩০২৩০ টাকা।

সহকারী শিক্ষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) ৩ জন। কম্পিউটার বিজ্ঞান/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক বা সমমান পাস অথবা ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স পাস। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা।

সহকারী শিক্ষক (ধর্ম) ৪ জন। ফাজিল ডিগ্রিসহ বিএড অথবা কামিল বা সমমান ডিগ্রি পাস। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা। সহকারী শিক্ষক ১৪ জন (বিজ্ঞান ১, জীববিজ্ঞান ৫, ব্যবসায় শিক্ষা ১, সামাজিক বিজ্ঞান ৩ ও গার্হস্থ্য অর্থনীতি ৪ জন)।

সংশ্লিষ্ট বিষয়ে বিএডসহ স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা স্নাতক বা সমমান ডিগ্রি। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা ডিএডসহ, বিএড ছাড়া ১২৫০০-৩০২৩০ টাকা।

সহকারী শিক্ষক (কৃষি) ২ জন। কৃষি বিষয়ে ডিপ্লোমা অথবা কৃষি/কৃষি অর্থনীতি, মত্স্য, পশুপালন, কৃষি পশুপালন, উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা, মৃত্তিকাবিজ্ঞানে বিএসসি (পাস/সমমান) ডিগ্রি অথবা ডিভিএম। বেতনক্রম : ১৬,০০০-৩৮,৬৪০ টাকা। সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) ৪ জন। স্নাতক বা সমমান অথবা বিপিএড বা সমমান ডিগ্রি। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা। সহকারী গ্রন্থাগারিক ১ জন। গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়সহ স্নাতক বা সমমান পাস অথবা স্নাতক বা সমমান এবং গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা।

জুনিয়র শিক্ষক ২৩ জন। যেকোনো বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি। বেতনক্রম : ১২৫০০-৩০২৩০ টাকা।

জুনিয়র শিক্ষক (ধর্ম, চারু ও কারুকলা) ২ জন। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি। বেতনক্রম : ১২৫০০-৩০২৩০ টাকা।

জুনিয়র শিক্ষক (শারীরিক শিক্ষা) ৩ জন। স্নাতক বা সমমান ডিগ্রি এবং জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা। বেতনক্রম : ১২৫০০-৩০২৩০ টাকা। ১ এপ্রিল তারিখে বয়স ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। (http://dmlc.teletalk.com.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ৩০ জুন বিকেল ৫টা পর্যন্ত।

যোগাযোগ : সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা ক্যান্টনমেন্ট।

ওয়েব www.dmlc.gov.bd

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১ জুন, পৃষ্ঠা ৬

 

বাংলাদেশ কৃষি ব্যাংক

পদ ও যোগ্যতা : আইসিটি উপদেষ্টা ১ জন (চুক্তিভিত্তিক)। কম্পিউটার বিজ্ঞান, প্রকৌশল, পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থ বিজ্ঞান অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী। নিবন্ধিত কোনো কম্পিউটার সোসাইটির সদস্য বা সহযোগী সদস্য হতে হবে। তথ্যপ্রযুক্তিতে কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এর মধ্যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ৫ বছরের কাজের অভিজ্ঞতা লাগবে। বয়স ৪০-৫৫ বছর। মাসিক বেতন : তিন লাখ টাকা এবং অন্যান্য সুবিধা আলোচনা সাপেক্ষে। আবেদন ২৫ জুন পর্যন্ত।

যোগাযোগ : বাংলাদেশ কৃষি ব্যাংক, প্রধান কার্যালয়, ৮৩-৮৫, মতিঝিল বা/এ, ঢাকা। ওয়েব : www.krishibank.org.bd

সূত্র : প্রথম আলো, ১০ জুন, পৃষ্ঠা ১০

 

অতিরিক্ত জেলা জজ প্রথম আদালতের কার্যালয়, নোয়াখালী

পদ ও যোগ্যতা : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৮ জন।

এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। জারিকারক ১ জন। এইচএসসি বা সমমান পাস। বেতনক্রম : ৮৫০০-২০৫৭০ টাকা। অফিস সহায়ক ১ জন। অষ্টম বা সমমান পাস। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। ২৩ জুন তারিখে বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। আবেদন পাঠানো যাবে ২৩ জুন পর্যন্ত।

যোগাযোগ : অতিরিক্ত জেলা জজ ১ম আদালতের কার্যালয়, নোয়াখালী।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১ জুন, পৃষ্ঠা ৯