বাংলাদেশের অন্যতম দ্রুত বর্ধনশীল ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি’ তাদের ভিক্টরি টিমের (Victory Team) জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ বা ওয়াক-ইন-ইন্টারভিউ (Walk-in-Interview)-এ অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

পদের নাম: সিনিয়র/মেডিক্যাল ইনফরমেশন অফিসার (ভিক্টরি টিম)

মূল দায়িত্বসমূহ:

  • কার্যকর ও দক্ষভাবে ডাক্তারদের সাথে পণ্যের তথ্য আদান-প্রদান করা।
  • ডাক্তারদের কাছ থেকে প্রেসক্রিপশন জেনারেট করা এবং বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কেমিস্ট শপ বা ফার্মেসি থেকে অর্ডার সংগ্রহ করা।

প্রয়োজনীয় যোগ্যতা:

  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক পাস (তবে এসএসসি বা এইচএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ থাকতে হবে)।
  • অভিজ্ঞতা: ফার্মাসিউটিক্যালস সেলস-এ ২-৫ বছরের অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন।
  • বিশেষ দ্রষ্টব্য: 'ক্রনিক কেয়ার সেলস' (Chronic care sales)-এ অভিজ্ঞতা থাকতে হবে।
  • ইংরেজি ও বাংলা উভয় ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
  • বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।
  • ফার্মাসিউটিক্যালস সেলস-এ ক্যারিয়ার গড়তে আগ্রহী হতে হবে।

সুযোগ-সুবিধাসমূহ:

  • আকর্ষণীয় বেতন কাঠামো।
  • চমৎকার সেলস ইনসেন্টিভ।
  • লিভ এনক্যাশমেন্ট (ছুটির বিনিময়ে টাকা)।
  • ৩টি উৎসব বোনাস।
  • প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি।
  • প্রফিট শেয়ার।
  • টিএ/ডিএ (TA/DA)।
  • সফল প্রশিক্ষণার্থীদের জন্য ট্রেনিং এলাউন্স।
  • বিদেশ ভ্রমণের সুযোগ।

ইন্টারভিউয়ের সময় ও প্রয়োজনীয় কাগজপত্র:
আগ্রহী প্রার্থীদের নিচের সময়সূচী অনুযায়ী সরাসরি ইন্টারভিউতে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

  • তারিখ: ২৮ জানুয়ারি, ২০২৬ (বিজ্ঞপ্তি অনুযায়ী)
  • সময়: সকাল ১০:০০ টা থেকে দুপুর ১:০০ টা পর্যন্ত।
  • যা সঙ্গে আনতে হবে: বায়ো-ডাটা (CV), সম্প্রতি তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র (NID), এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদ (মূল কপি ও ফটোকপি)।

ইন্টারভিউয়ের স্থান (ঠিকানা):
পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি, প্রধান কার্যালয়,
শেলটেক পান্থকুঞ্জ, ১৭ শুক্রাবাদ, পশ্চিম পান্থপথ, ঢাকা-১২০৭।