সিলেট জেলা প্রশাসকের কার্যালয় ও এর আওতাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ এবং সিলেট সার্কিট হাউজের বিভিন্ন পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করা হয়েছে।
মৌখিক পরীক্ষার পদের নামসমূহ:
অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী (সার্কিট হাউজসহ), পরিচ্ছন্নতাকর্মী, বেয়ারার, বাবুর্চি ও সহকারী বাবুর্চি।
মৌখিক পরীক্ষার তারিখ ও সময়:
আগামী ২৪, ২৫ ও ২৬ জানুয়ারি ২০২৬ তারিখ প্রতিদিন সকাল ১০:০০ ঘটিকা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার স্থান:
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সিলেট-এর অফিস কক্ষ।
পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা:
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রবেশপত্র, সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, অভিজ্ঞতা সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) এবং বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রয়োজনীয় সকল সনদের মূল কপি সঙ্গে আনতে হবে। এছাড়া সকল কাগজপত্রের ০১ সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়, সিলেটের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: