প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল-২০২৫ ( Primary Result 2026)  এর লিখিত পরীক্ষা সংক্রান্ত একটি জরুরি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা পরীক্ষার স্বচ্ছতা এবং ফলাফল প্রকাশের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা হয়েছে। primary assistant teacher Result প্রকাশ হয়েছে।   

পদের সংখ্যা: ১৪,৩৮৫টি 

পরীক্ষার তথ্য: গত ০৯ জানুয়ারি ২০২৬ তারিখে দেশের ৬১টি জেলায় (তিন পার্বত্য জেলা ব্যতীত) একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় মোট ১০,৮০,০৯৫ জন আবেদনকারীর মধ্যে ৮,৩০,০৮৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

তদন্ত ও স্বচ্ছতা: পরীক্ষা পরবর্তী সময়ে প্রশ্ন ফাঁস বা অনিয়ম সংক্রান্ত যেসব অভিযোগ উঠেছিল, গোয়েন্দা সংস্থার পূর্ণাঙ্গ তদন্তে তার কোনো সত্যতা পাওয়া যায়নি। সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে অধিদপ্তর নিশ্চিত করেছে।

ফলাফল সংক্রান্ত আপডেট: সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে।

⬇️ বিস্তারিত ফলাফল নিচে দেওয়া হলো ⬇️

(১৪,৩৮৫ পদের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার পূর্ণাঙ্গ পিডিএফ তালিকা)

PDF download link: https://drive.google.com/file/d/1PRNkRQQfR9KeuMza-0PnQBDWF112RLP8/view?usp=sharing