শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬: ট্রেইনি অফিসার

দেশের শীর্ষস্থানীয় এনজিও শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড ওমেন (Shakti Foundation Job Circular 2026) তাদের ক্ষুদ্রঋণ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে সৎ, উদ্যমী ও পরিশ্রমী প্রার্থীদের কাছ থেকে ‘ট্রেইনি অফিসার (মাইক্রোফাইন্যান্স)’ পদে দরখাস্ত আহ্বান করছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেন।

প্রতিষ্ঠানের নাম: শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড ওমেন।
পদের নাম: ট্রেইনি অফিসার (মাইক্রোফাইন্যান্স)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
চাকরির ধরন: ফুল টাইম।

শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী:

  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক/স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। (শিক্ষাজীবনের কোনো পর্যায়ে ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয় - এটি সাধারণত থাকে, না থাকলে বাদ দিতে পারেন)।
  • বয়স: সর্বোচ্চ ৩২ বছর।
  • অভিজ্ঞতা: অভিজ্ঞতার প্রয়োজন নেই (ফ্রেশাররা আবেদন করতে পারবেন)।

চাকরির দায়িত্বসমূহ:

  • মাঠ পর্যায়ে দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীদের নিয়ে সমিতি গঠন করা।
  • সদস্যদের মাঝে ঋণ বিতরণ ও নিয়মিত ঋণের কিস্তি আদায় করা।
  • সঞ্চয় আদায়ে উদ্বুদ্ধ করা এবং নিয়মিত গ্রুপ মিটিং পরিচালনা করা।
  • প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী লক্ষ্যমাত্রা অর্জন করা।

কর্মস্থল:

  • বাংলাদেশের যেকোনো স্থানে (মাঠ পর্যায়ে) কাজ করার মানসিকতা থাকতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধাসমূহ:

  • শিক্ষানবিশকাল: ৬ মাস (বা ১ বছর)।
  • Other Benefits প্রশিক্ষণকালীন ভাতা- ৭০০০ টাকা শিক্ষানবীশকালে মাসিক বেতন ও অন্যান্য ভাতা- ২২, ৫০০ টাকা, মোটর সাইকেল চালালে আরো ২৫০০ টাকা প্রাপ্য হবেন স্থায়ীকরণের পরে মাসিক বেতন ও অন্যান্য ভাতা- ২৭,৫০০ টাকা, মোটর সাইকেল চালালে আরো ২৫০০ টাকা প্রাপ্য হবেন
  • অন্যান্য সুবিধা:
    • বছরে ২টি উৎসব বোনাস।
    • প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধা।
    • বৈশাখী ভাতা।
    • দূরত্ব ভাতা ও আবাসন সুবিধা (শর্তসাপেক্ষে)।
    • স্বাস্থ্য বীমা সুবিধা ও কর্মীদের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি।
    • মাসিক টার্গেট অর্জনের ওপর আকর্ষণীয় ইনসেনটিভ।

আবেদনের নিয়মাবলী:

আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (মোবাইল নম্বরসহ), সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ নিম্নোক্ত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা:
বরাবর,
সিনিয়র ডিরেক্টর (এইচ আর ডিপার্টমেন্ট),
শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড ওমেন,
বাড়ি নম্বর- [হেড অফিসের বাড়ির নম্বর], রোড নম্বর- [রোড নম্বর],
ব্লক- [ব্লক], সেকশন- [সেকশন], মিরপুর, পল্লবী, ঢাকা-১২১৬।

আবেদনের শেষ তারিখ: [৩১-০১-২০২৬]

বিশেষ দ্রষ্টব্য:
১. খামের বা ইমেইলের সাবজেক্টে অবশ্যই পদের নাম "ট্রেইনি অফিসার (মাইক্রোফাইন্যান্স)" উল্লেখ করতে হবে।
২. নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।
৩. চাকুরীতে যোগদানের সময় সংস্থায় নির্দিষ্ট পরিমাণ জামানত (ফেরতযোগ্য) জমা দিতে হবে।