দেশের শীর্ষস্থানীয় এনজিও শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড ওমেন (Shakti Foundation Job Circular 2026) তাদের ক্ষুদ্রঋণ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে সৎ, উদ্যমী ও পরিশ্রমী প্রার্থীদের কাছ থেকে ‘ট্রেইনি অফিসার (মাইক্রোফাইন্যান্স)’ পদে দরখাস্ত আহ্বান করছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেন।
প্রতিষ্ঠানের নাম: শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড ওমেন।
পদের নাম: ট্রেইনি অফিসার (মাইক্রোফাইন্যান্স)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
চাকরির ধরন: ফুল টাইম।
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (মোবাইল নম্বরসহ), সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ নিম্নোক্ত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা:
বরাবর,
সিনিয়র ডিরেক্টর (এইচ আর ডিপার্টমেন্ট),
শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড ওমেন,
বাড়ি নম্বর- [হেড অফিসের বাড়ির নম্বর], রোড নম্বর- [রোড নম্বর],
ব্লক- [ব্লক], সেকশন- [সেকশন], মিরপুর, পল্লবী, ঢাকা-১২১৬।
আবেদনের শেষ তারিখ:
[৩১-০১-২০২৬]
বিশেষ দ্রষ্টব্য:
১. খামের বা ইমেইলের সাবজেক্টে অবশ্যই পদের নাম "ট্রেইনি অফিসার (মাইক্রোফাইন্যান্স)" উল্লেখ করতে হবে।
২. নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।
৩. চাকুরীতে যোগদানের সময় সংস্থায় নির্দিষ্ট পরিমাণ জামানত (ফেরতযোগ্য) জমা দিতে হবে।