বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন ক্যাটাগরির শূন্য পদসমূহে নিয়োগের লক্ষ্যে বাছাই পরীক্ষার সময়সূচি এবং পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনাবলী প্রকাশ করা হয়েছে।

পদের নামসমূহ: ট্রেন এক্সামিনার, ট্রেন কন্ট্রোলার, ট্রেড এ্যাপ্রেন্টিস ও ট্রাফিক এ্যাপ্রেন্টিস।

পরীক্ষার তারিখ ও সময়: পরীক্ষা আগামী ২৩ জানুয়ারি ২০২৬ এবং ২৪ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে। পরীক্ষা প্রতিদিন সকাল ১০:০০ টা এবং বিকাল ৩:০০ টার শিফটে শুরু হবে।

পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা:
১. প্রার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত ১ ঘণ্টা পূর্বে কেন্দ্রে উপস্থিত হতে হবে।
২. প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
৩. পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, সকল প্রকার ঘড়ি, ক্যালকুলেটর, ব্যাগ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।
৪. উত্তরপত্রের বৃত্ত ভরাট করার জন্য কালো কালির বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে।
৫. পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের কান খোলা রাখতে হবে এবং কোনো প্রকার গহনা বা ব্রেসলেট ব্যবহার করা যাবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ