চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একটি পদের বিপরীতে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গত ১৪ জানুয়ারী ২০২৬ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা দাপ্তরিকভাবে ঘোষণা করা হয়েছে।

পদের নাম: জুনিয়র ষ্টাফ নার্স

মৌখিক পরীক্ষার তথ্য:
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়া প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমেও বিষয়টি জানানো হবে।

ইন্টারভিউ কার্ড ডাউনলোড:
প্রার্থীরা চবকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট থেকে তাদের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ইন্টারভিউ কার্ড ডাউনলোড করতে পারবেন। উল্লেখ্য যে, ডাকযোগে কোনো ইন্টারভিউ কার্ড পাঠানো হবে না।

অন্যান্য নির্দেশনা:
মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সনদের মূল কপি সঙ্গে আনতে হবে এবং এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ