নিয়োগ বিজ্ঞপ্তি: পিওর আর্থ বাংলাদেশ
পিওর আর্থ (Pure Earth) একটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক অলাভজনক সংস্থা। ১৯৯৯ সাল থেকে সংস্থাটি নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে দূষণ কমানো এবং বিষাক্ত স্থানগুলো পরিষ্কার করার মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়ন ও পরিবেশ রক্ষায় কাজ করে আসছে। বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনার জন্য অ্যাডমিন ও ফিন্যান্স বিভাগে একজন দক্ষ ও পরিশ্রমী ইন্টার্ন খুঁজছে।
পদের নাম: ইন্টার্ন - অ্যাডমিন ও ফিন্যান্স ডিপার্টমেন্ট
শূন্যপদ: নির্দিষ্ট নয়
কাজের ধরণ: ফুল টাইম (অফিস ভিত্তিক)
কাজের দায়িত্বসমূহ (Key Responsibilities):
ফিন্যান্স বা অর্থ বিষয়ক সহায়তা:
- ইনভয়েস ব্যবস্থাপনা এবং আর্থিক নথিপত্র গুছিয়ে রাখা।
- পেমেন্ট রিকোয়েস্ট এবং ভেন্ডর বিল প্রস্তুত ও প্রক্রিয়াকরণে সহায়তা করা।
- ইলেকট্রনিক এবং ফিজিক্যাল—উভয় ফরম্যাটে নির্ভুল আর্থিক রেকর্ড বজায় রাখা।
- মাসিক ব্যয়ের রিপোর্ট এবং আর্থিক সারাংশ প্রস্তুতে সহায়তা করা।
- সকল খরচের নথিপত্র অভ্যন্তরীণ নীতিমালা এবং দাতা সংস্থার প্রয়োজনীয়তা মেনে হচ্ছে কিনা তা নিশ্চিত করা।
প্রশাসনিক (Admin) সহায়তা:
- প্রজেক্ট এবং সিদ্ধান্ত গ্রহণের সুবিধার্থে ডেটা সংগ্রহ, বিন্যাস ও বিশ্লেষণ করা।
- অফিসের রেকর্ড, ফাইল এবং দাপ্তরিক চিঠিপত্র রক্ষণাবেক্ষণ করা।
- রিপোর্ট, প্রেজেন্টেশন এবং প্রজেক্ট সংক্রান্ত নথিপত্র তৈরিতে সহায়তা করা।
- অপারেশনাল উন্নতির জন্য প্রাসঙ্গিক বিষয়ে প্রাথমিক গবেষণা করা।
- চলমান প্রজেক্টগুলোতে প্রশাসনিক সহায়তা প্রদান এবং নির্ধারিত কাজ যথাসময়ে সম্পন্ন করা।
- অফিসের বিভিন্ন বিভাগের মধ্যে সুষ্ঠু যোগাযোগ নিশ্চিত করা।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- শিক্ষা: স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বা অ্যাকাউন্টিং বিষয়ে বিবিএ (BBA) বা সমমানের ডিগ্রি।
- অভিজ্ঞতা: সর্বোচ্চ ১ বছরের অভিজ্ঞতা। এনজিও (NGO)-তে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন।
- অন্যান্য: কোনো চ্যারিটি বা সংগঠনের কোষাধ্যক্ষ বা ইভেন্ট ম্যানেজার হিসেবে স্বেচ্ছাসেবক কাজের অভিজ্ঞতা থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে গণ্য হবে।
প্রয়োজনীয় দক্ষতা:
- বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে।
- অ্যাকাউন্টিং এবং ফিন্যান্সের মৌলিক নীতি সম্পর্কে ধারণা।
- ইনভয়েস প্রসেসিং এবং ফিন্যান্সিয়াল ডকুমেন্টেশনের জ্ঞান।
- কাজে নির্ভুলতা এবং ডিটেইলসের প্রতি মনোযোগ।
- এমএস এক্সেল (MS Excel) এবং মাইক্রোসফট অফিসের ব্যবহারিক জ্ঞান।
- কৌশলগত এবং সৃজনশীল চিন্তা করার সক্ষমতা।
- দ্রুত শেখার মানসিকতা এবং সমস্যা সমাধানের দক্ষতা।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা:
- মাসিক স্টাইপেন্ড: ২০,০০০ টাকা (BDT)।
- ফিন্যান্স এবং অ্যাডমিন উভয় ক্ষেত্রে হাতে-কলমে কাজ শেখার সুযোগ।
- একটি সহযোগিতামূলক এবং আন্তর্জাতিক মানের কাজের পরিবেশ।
- অভিজ্ঞ পেশাদারদের কাছ থেকে মেন্টরশিপ ও গাইডেন্স পাওয়ার সুযোগ।
কর্মস্থল:
ঢাকা, বাংলাদেশ।
আবেদনের সময়সীমা:
২২ জানুয়ারি, ২০২৬।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের একটি কভার লেটার (Cover Letter) এবং আপডেট করা সিভি (CV) একটি সিঙ্গেল পিডিএফ (Single Document) ফাইলে নিচের ইমেইল ঠিকানায় পাঠাতে হবে।
???? ইমেইল:
teambangladesh@pureearth.org
⚠️ বিশেষ নির্দেশনা:
ইমেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম "Intern - Admin & Finance Department" উল্লেখ করতে হবে।
Company Information
Pure Earth Bangladesh
Follow
Address:
Apartment-5A, House-3/3, Block-E, Lalmatia, Dhaka, Bangladesh
Website:
https://www.pureearth.org