বাংলাদেশের চাকরিপ্রার্থীদের জন্য নতুন বছরের শুরুতেই সুখবর নিয়ে এলো দেশের অন্যতম শীর্ষস্থানীয় এনজিও। NGO Job Circular খুঁজছেন এমন প্রার্থীদের জন্য প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (PCD) বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মাইক্রোফাইন্যান্স এবং অডিট সেকশনে দক্ষ জনবল নিয়োগের এই বিজ্ঞপ্তিতে আকর্ষণীয় বেতন ও সুযোগ-সুবিধা ঘোষণা করা হয়েছে।

আপনি যদি একজন দক্ষ এবং পরিশ্রমী ব্যক্তি হন এবং এনজিও সেক্টরে (NGO Sector) ক্যারিয়ার গড়তে চান, তবে এই Latest NGO Job Circular টি আপনার জন্যই। নিচে পদের নাম, যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়ার বিস্তারিত আলোচনা করা হলো।

একনজরে নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য (Job Summary)

তথ্যের ধরণবিবরণ
প্রতিষ্ঠানের নামপ্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (PCD)
চাকরির ধরণফুল-টাইম (এনজিও চাকরি)
মোট পদসংখ্যা২৮৫ টি (ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে)
সর্বোচ্চ বেতন১,৫০,০০০ টাকা (স্থায়ী হওয়ার পর)
আবেদনের মাধ্যমডাকযোগে/কুরিয়ারে
আবেদনের শেষ সময়৩০ জানুয়ারি ২০২৬

PCD-এর এই NGO Job Circular 2026 অনুযায়ী মোট ১০টি ভিন্ন ক্যাটাগরিতে জনবল নিয়োগ দেওয়া হবে।

 আপনার যোগ্যতা অনুযায়ী পছন্দের পদটি বেছে নিন:

১. পরিচালক (মাইক্রোফাইন্যান্স) - Director (Microfinance)

  • পদসংখ্যা: ০১ জন।
  • বেতন: শিক্ষানবিশকালে ১,২০,০০০ টাকা। স্থায়ীকরণের পর ১,৫০,০০০ টাকা।
  • যোগ্যতা: স্নাতকোত্তর পাস। PKSF-এর অর্থায়িত A গ্রেড প্রতিষ্ঠানে ১০ বছরের অভিজ্ঞতা আবশ্যক।

২. অডিট চিফ (Audit Chief)

  • পদসংখ্যা: ০১ জন।
  • বেতন: শিক্ষানবিশকালে ৬৫,০০০ টাকা। স্থায়ীকরণের পর ৭৫,৩০০ টাকা।
  • যোগ্যতা: স্নাতকোত্তর এবং ১০ বছরের অডিট অভিজ্ঞতা।

৩. এলাকা ব্যবস্থাপক (Managerial Posts)

  • এলাকা ব্যবস্থাপক: ১২ জন (বেতন সর্বোচ্চ ৪৭,৫৫০ টাকা)।
  • শাখা ব্যবস্থাপক: ২৫ জন (বেতন সর্বোচ্চ ৩৯,৯৬৫ টাকা)।
  • যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর এবং ৫ বছরের অভিজ্ঞতা। নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৪. এমই কো–অর্ডিনেটর

  • পদসংখ্যা: ০৩ জন।
  • বেতন: সর্বোচ্চ ৪৫,০০০ টাকা।
  • যোগ্যতা: এমবিএ (মানবসম্পদ) এবং ২-৩ বছরের অভিজ্ঞতা।

৫.  এইচআর এন্ড এডমিন অফিসার (HR & Admin Officer)

  • পদসংখ্যা: ০৩ জন।
  • বেতন: সর্বোচ্চ ৪৩,৮৫০ টাকা।
  • যোগ্যতা: এমবিএ (মানবসম্পদ) এবং ২-৩ বছরের অভিজ্ঞতা।

৬. পদের নাম: শাখা ব্যবস্থাপক
পদসংখ্যা: ২৫
বয়স: সর্বোচ্চ ৪০ বছর
বেতন: শিক্ষানবিশকালীন মাসিক বেতন ৩৬ হাজার টাকা। স্থায়ী হলে মাসিক বেতন ৩৯ হাজার ৯৬৫ টাকা।

৭. পদের নাম: অডিট অফিসার
পদসংখ্যা: ১০
বয়স: সর্বোচ্চ ৪০ বছর
বেতন: শিক্ষানবিশকালীন মাসিক বেতন ২৭ হাজার টাকা। স্থায়ী হলে মাসিক বেতন ২৯ হাজার ৫০ টাকা।

৮. পদের নাম: সিনিয়র ক্রেডিট অফিসার
পদসংখ্যা: ১০০
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
বেতন: শিক্ষানবিশকালীন মাসিক বেতন ২৬ হাজার টাকা। স্থায়ী হলে মাসিক বেতন ৩১,০০০–৩৩,০০০ টাকা।

৯. পদের নাম: ক্রেডিট অফিসার
পদসংখ্যা: ১০০
বয়স: ২৬ থেকে ৩৫ বছর
বেতন: শিক্ষানবিশকালীন মাসিক বেতন ২০ হাজার টাকা। স্থায়ী হলে মাসিক বেতন ২৪ হাজার ৬৮৫ টাকা।
১০. পদের নাম: হিসাবরক্ষক কাম আইটি সহকারী
পদসংখ্যা: ৩০
বয়স: ২৬ থেকে ৩৫ বছর
বেতন: শিক্ষানবিশকালীন মাসিক বেতন ২০ হাজার টাকা। স্থায়ী হলে মাসিক বেতন ২৪ হাজার ৬৮৫ টাকা।

অন্যান্য সুযোগ-সুবিধা (Benefits)

শুধুমাত্র মাসিক বেতন নয়, স্থায়ী হওয়ার পর সংস্থার পলিসি অনুযায়ী কর্মীরা নিম্নোক্ত সুবিধাসমূহ পাবেন:

  • বাৎসরিক ইনক্রিমেন্ট।
  • ৩টি উৎসব ভাতা।
  • প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি।
  • স্টাফ কল্যাণ ফান্ড।

আবেদন করার নিয়ম (Application Process)

আগ্রহী প্রার্থীদের এই NGO Job Circular-এ আবেদন করার জন্য নিম্নোক্ত নিয়মাবলী অনুসরণ করতে হবে:

  1. আবেদনপত্র: প্রার্থীদের স্ব-হস্তে লিখিত দরখাস্ত জমা দিতে হবে।
  2. প্রয়োজনীয় কাগজপত্র: সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয় পত্র, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি এবং মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে।
  3. ঠিকানা: আবেদনপত্রটি "নির্বাহী পরিচালক, পিসিডি, রাধানগর মজুমদার মোড়, পাবনা-৬৬০০" ঠিকানায় পাঠাতে হবে।
  4. ডেডলাইন: আবেদন পৌঁছানোর শেষ তারিখ ৩০ জানুয়ারি ২০২৬

সূত্রঃ প্রথম আলো