DAM Foundation for Economic Development (DFED) বা ড্যাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট, ঢাকা আহ্ছানিয়া মিশনের একটি স্বনামধন্য সহযোগী প্রতিষ্ঠান। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের ক্ষুদ্রঋণ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে দক্ষ ও অভিজ্ঞ জনবল নিয়োগের জন্য ‘এ্যারিয়া ম্যানেজার’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যারা এনজিও বা মাইক্রোফাইন্যান্স সেক্টরে নিজের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য এটি একটি চমৎকার সুযোগ।

নিচে পদের বিস্তারিত বিবরণ, যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া তুলে ধরা হলো।

একনজরে নিয়োগ তথ্যাবলী (Job Highlights)

তথ্যের ধরণবিবরণ
প্রতিষ্ঠানের নামড্যাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (DFED)
পদের নামএ্যারিয়া ম্যানেজার (Area Manager)
চাকরি ধরণফুল টাইম / স্থায়ী
শিক্ষাগত যোগ্যতাস্নাতকোত্তর / সমমান


বেতনআলোচনা সাপেক্ষে / প্রতিষ্ঠানের পে-স্কেল অনুযায়ী
কর্মস্থলঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, কিশোরগঞ্জ, রাজশাহী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, চট্টগ্রাম ও ফেনী জেলা।
আবেদনের শেষ সময়[৩১ জানুয়ারি ২০২৬]

বিস্তারিত চাকরির বিবরণ (Job Context & Responsibilities)

Job Responsibilities

  • জোনাল ম্যানেজারের সাথে একত্রে ব্রাঞ্চ ভিত্তিক এরিয়ার বার্ষিক পরিকল্পনা প্রনয়ন করা এবং তা নিশ্চিত করা;
  • এরিয়ার সার্বিক মনিটরিং, তদারকি এবং সংশ্লিষ্ট এরিয়ায় নিয়োজিত ব্রাঞ্চ ম্যানেজার/কর্মীর কাজ পরিদর্শন, প্রয়োজনীয় সহযোগীতা এবং পরামর্শ প্রদান করা;
  • এরিয়া পর্যায়ে কোন সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এবং যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা;
  • ব্রাঞ্চ ম্যানেজার/কর্মীদের সাথে নিয়ে সপ্তাহিক ও মাসিক সভা পরিচালনা করা ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা;
  • বিনিয়োগ কার্যক্রম এর সফট্ওয়্যার পরিচালনায় অভিজ্ঞতা;
  • সফট্ওয়্যারের মাধ্যমে দৈনিক, সাপ্তাহিক ও মাসিক প্রতিবেদন প্রস্তুত করে তা সময়মত যথাযথ কর্তৃপক্ষকে প্রেরণ করা;
  • কর্মএলাকার সুবিধাভোগী সদস্য, কর্মরত বিভিন্ন এনজিও, সিবিআই ও স্থানীয় সরকারের বিভিন্ন সদস্যদের সাথে সু-সম্পর্ক স্থাপন করা ও বিভিন্ন সমন্বয় সভায় যোগদান করা;
  • বিনিয়োগ কার্যক্রম পরিচালনায় মাসিক টার্গেট নির্ধারণ করা;
  • সংশ্লিষ্ট এরিয়ার বিনিয়োগ কার্যক্রম তত্ত্বাবধান করা, মাসিক নিরীক্ষায় সহায়তা করা এবং কঠোরভাবে এরিয়ার সমস্ত রেকর্ড ও নথিপত্রের গোপনীয়তা বজায় রাখা;
  • এরিয়ার মাসিক বাজেট প্রস্তুত করা;
  • নিয়মিত দল পরিদর্শন ও রেকর্ড সংরক্ষণ করা, ফিল্ড পরিদর্শন বহিতে অগ্রগতি লিপিবদ্ধ করা;
  • বিনিয়োগ প্রস্তাব শতভাগ নির্ভুলভাবে যাচাই-বাছাই সম্পন্ন করে বিনিয়োগ নিশ্চিত করা;
  • কিস্তি আদায় ও বকেয়া রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা;
  • মেয়াদ উত্তীর্ণ খেলাপী বিনিয়োগকারীদের নিকট থেকে বিনিয়োগের কিস্তি আদায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা;
  • সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক পরিকল্পনা প্রস্তুত এবং যথাযথ কর্তৃপক্ষ বরাবর দাখিল করা;
  • প্রকল্প বাস্তবায়নে নতুন ধারনা সৃষ্টি এবং বাস্তবায়ন কৌশল নির্ধারণ;
  • দক্ষতার সাথে মাঠ পর্যায়ের ঝুঁকি নিরসন করা এবং মাঠ পর্যায়ের অভ্যন্তরীন নিয়ন্ত্রণ নিশ্চিত করা;
  • কর্মসূচি ও কর্মী মূল্যায়নপত্র প্রস্তুত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর উপস্থাপন করা;
  • সংস্থার আদর্শ, উদ্দেশ্য, মূল্যবোধ, আচরণ বিধি ও প্রচলিত নিয়ম-নীতি মেনে চলা;
  • জেন্ডার সংবেদনশীল আচরণ করা;
  • এরিয়ার দৈনন্দিন কাজের অগ্রগতি সংশ্লিষ্ট জোনাল ম্যানেজারের নিকট রিপোর্ট করা;
  • উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন সময়ে সময়ে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা।

শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী

  • শিক্ষা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নূন্যতম স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি।
  • অভিজ্ঞতা: ক্ষুদ্রঋণ কার্যক্রমে এ্যারিয়া ম্যানেজার বা জোনাল ম্যানেজার হিসেবে কমপক্ষে ৩ থেকে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
  • বয়স: সর্বোচ্চ [৪০/৪৫] বছর (বিজ্ঞপ্তি অনুযায়ী পরিবর্তন করুন)।
  • টেকনিক্যাল দক্ষতা: এমএস অফিস (MS Word, Excel) এবং ইন্টারনেট ব্রাউজিংয়ে দক্ষতা থাকতে হবে।
  • বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে।

Job Location: ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, কিশোরগঞ্জ, রাজশাহী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, চট্টগ্রাম ও ফেনী জেলা।

সুযোগ-সুবিধাসমূহ (Benefits)

চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা সংস্থার নিয়ম অনুযায়ী নিম্নলিখিত সুবিধাদি পাবেন:

  • আকর্ষণীয় বেতন ও ভাতাদি।
  • কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড (CPF)।
  • গ্রাচুইটি এবং উৎসব বোনাস।
  • মোবাইল বিল ও জ্বালানি বিল।
  • চিকিৎসা সুবিধা ও বীমা।

আবেদন প্রক্রিয়া (How to Apply)

আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV), সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ আবেদন করতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা:
বরাবর,
আগ্রহী প্রার্থীগণ দরখাস্তসহ পূর্ণ জীবনবৃত্তান্ত "প্রধান নির্বাহী কর্মকর্তা", ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি), বাড়ি-৮৫২, সড়ক-১৩, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা-১২০৭ এই ঠিকানায় প্রেরণ করবেন। আগ্রহী প্রার্থীগণ তাদের দরখাস্তসহ পূর্ণ জীবনবৃত্তান্ত dfed@ahsaniamission.org.bd or info@dfed.org.bd ই-মেইল যোগেও প্রেরণ করতে পারেন।

অথবা ইমেইল করতে পারেন: Send your CV to the given email dfed@ahsaniamission.org.bd

আবেদনের শেষ তারিখ: [৩১ জানুয়ারি ২০২৬]