দেশের শীর্ষস্থানীয় এফএমসিজি (FMCG) প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ তাদের কনজ্যুমার গুডস্‌ ডিভিশনের জন্য বিশাল জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘সেলস রিপ্রেজেন্টেটিভ (SR)’ এবং ‘প্রাইম সেলস অফিসার (PSO)’—এই দুটি পদে মোট ৪২০ জন পুরুষ কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারের (Walk-in Interview) মাধ্যমে নির্বাচিত করা হবে।

নিচে পদ দুটির বিস্তারিত বিবরণ এবং সাক্ষাৎকারের সময়সূচি তুলে ধরা হলো।

একনজরে দুটি পদের তুলনা

পদের নামশিক্ষাগত যোগ্যতাবেতন (মাসিক)পদসংখ্যাঅভিজ্ঞতার শর্ত
১. সেলস রিপ্রেজেন্টেটিভ (SR)এইচ.এস.সি (HSC)১১,০০০ - ২২,০০০ টাকা৩২০ জন১ বছর (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন)
২. প্রাইম সেলস অফিসার (PSO)স্নাতক/সম্মান১৫,০০০ - ২২,০০০ টাকা১০০ জন১ বছর (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন)


১. পদের নাম: সেলস রিপ্রেজেন্টেটিভ (SR)

  • কাজের ধরণ: রিটেইল আউটলেট থেকে অ্যাপের মাধ্যমে পণ্যের অর্ডার সংগ্রহ, বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন এবং নিউমেরিক ডিস্ট্রিবিউশন নিশ্চিত করা।
  • যোগ্যতা: এইচ.এস.সি পাস। চটপটে ও উপস্থাপনায় দক্ষ হতে হবে।

২. পদের নাম: প্রাইম সেলস অফিসার (PSO)

  • কাজের ধরণ: পাইকারি (Wholesale) আউটলেট থেকে অ্যাপের মাধ্যমে অর্ডার সংগ্রহ, ডিস্ট্রিবিউশন ও রিলেশনশিপ ম্যানেজমেন্ট।
  • যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা অনার্স পাস।

সাধারণ শর্তাবলী (উভয় পদের জন্য)

  • বয়স: ন্যূনতম ১৮ বছর।
  • লিঙ্গ: শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
  • কর্মস্থল: বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

সরাসরি সাক্ষাৎকারের সময়সূচি ও স্থান

উভয় পদের জন্য একই দিনে এবং একই স্থানে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

সময়: সকাল ১০:০০টা হতে দুপুর ০১:০০টা পর্যন্ত।

(বি:দ্র: পাঠকদের সুবিধার্থে আজকের (১৫ জানুয়ারি) এবং পরবর্তী তারিখগুলো হাইলাইট করা হলো। পূর্বের তারিখগুলো তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বা উল্লেখ করা হয়নি)

তারিখসাক্ষাৎকারের স্থান ও ঠিকানা
১৫ জানুয়ারি ২০২৬

নাটোর: দীঘাপতিয়া হাইস্কুল রোড, দুই তলা মসজিদের বিপরীতে।

হবিগঞ্জ: মোকাম বাড়ি, পইল রোড, শায়েস্তা নগর।

টাঙ্গাইল: সাবালিয়া রেল স্টেশন রোড (লাকি বিড়ি ফ্যাক্টরি থেকে ২০০ গজ সামনে)।

টঙ্গী: ১৪৯/১৫৫, ডিপো অফিস, সোনালী টোব্যাকো রোড, মিল গেইট।

১৭ জানুয়ারি ২০২৬

খুলনা: ডিপো অফিস, বয়রা বাজার, খুলনা সদর।

মৌলভীবাজার: জুগিডর (পুরাতন পৌর বাস স্ট্যান্ড)।

ভালুকা: গ্রামীণ ব্যাংক এরিয়া অফিসের নিচতলা, ফায়ার সার্ভিসের পেছনে।

আশুলিয়া: নিজাম প্লাজা, পল্লীবিদ্যুৎ (ডাচ্‌ বাংলা ব্যাংক বুথ সংলগ্ন)।

১৮ জানুয়ারি ২০২৬

গুলশান (ঢাকা): নাভানা এফ.এস. কসমো, বাড়ি- ৪/বি, রোড- ৯৪, গুলশান-২।

বরিশাল: আলী চেয়ারম্যান মার্কেট, ছয় মাইল, বাবুগঞ্জ।

ব্রাহ্মণবাড়িয়া: হক ভিলা, মোলভীপাড়া মোড়, সমবায় মার্কেটের পাশে।

কিশোরগঞ্জ: চৌরাস্তা মোড় লিংক রোড, গুরুদয়াল কলেজ।

১৯ জানুয়ারি ২০২৬

মাদারীপুর: কুলপদ্দি চৌরাস্তা, কালকিনি রোড।

ভৈরব: খাজার ডেগ, বাগান বাড়ি রোড, ভৈরব বাজার।

২০ জানুয়ারি ২০২৬

ফরিদপুর: চুন্নু ভবন, রওশন খান সড়ক, আলীপুর।

নরসিংদী: কামার গাঁও, নরসিংদী সদর (বড় মসজিদ সংলগ্ন)।

২৪ জানুয়ারি ২০২৬

চট্টগ্রাম: আবুল খায়ের গ্রুপ, হেড অফিস (ইউনিট -২), ডি.টি. রোড, পাহাড়তলী।

কক্সবাজার: চাউল বাজার, বাজার ঘাটা, ফুলবাগ রোড।

২৫ জানুয়ারি ২০২৬গুলশান (ঢাকা): নাভানা এফ.এস. কসমো, বাড়ি- ৪/বি, রোড- ৯৪, গুলশান-২।
২৬ জানুয়ারি ২০২৬

কুমিল্লা: জামাল কামাল হাউজ, কুচাইতলী মেডিকেল রোড।

দিনাজপুর: ইকবাল স্কুল মোড়, পাহাড়পুর রোড।

২৭ জানুয়ারি ২০২৬

রংপুর: বাসা- ৪৭/১, রোড- ১, দক্ষিণ সেনপাড়া।

নোয়াখালী: শাহ আলম এন্ড সন্স, ব্যাংক রোড, চৌমুহনী পশ্চিম বাজার।

২৮ জানুয়ারি ২০২৬লক্ষ্মীপুর: পিয়াংকা ভবন, ঝুমুর, লক্ষ্মীপুর সদর (হিরো শোরুমের বিপরীতে)।
২৯ জানুয়ারি ২০২৬ধানমন্ডি (ঢাকা): প্রান্ত ভিলা, হাউস ৭৫, রোড-৯/এ, ধানমন্ডি (স্টার কাবাবের পেছনে)।


সাক্ষাৎকারের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত তারিখে নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। সঙ্গে আনতে হবে:

১. জীবনবৃত্তান্ত (CV)।

২. ২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি।

৩. সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও মার্কশিট।

৪. জাতীয় পরিচয়পত্রের (NID) ফটোকপি।

৫. অভিজ্ঞতার সনদ (যদি থাকে)।

আবেদনের শেষ সময়: ৩১ জানুয়ারি ২০২৬ (সর্বশেষ ইন্টারভিউ তারিখ পর্যন্ত)।

আপনার জন্য পরবর্তী পদক্ষেপ:

এই পোস্টটি ওয়েবসাইটে দেওয়ার পর, আপনি যদি চান তবে আমি এই চাকরির খবরটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য একটি ছোট ‘ক্যাপশন’ (Caption) লিখে দিতে পারি। লাগবে কি?