বিশ্বের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (BRAC) তাদের স্বাস্থ্য কর্মসূচির (Health Programme) কার্যক্রম পরিচালনার জন্য দক্ষ ও অভিজ্ঞ জনবল খুঁজছে। সম্প্রতি ব্র্যাক তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ‘ডিস্ট্রিক্ট ম্যানেজার (District Manager)’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যারা এনজিও (NGO) সেক্টরে ক্যারিয়ার গড়তে আগ্রহী এবং জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চান, তাদের জন্য এটি একটি চমৎকার সুযোগ।

নিচে পদের নাম, আবেদনের যোগ্যতা, এবং আবেদন প্রক্রিয়ার বিস্তারিত আলোচনা করা হলো।

একনজরে নিয়োগ বিজ্ঞপ্তি (Job Overview)

তথ্যের ধরণবিবরণ
প্রতিষ্ঠানের নামব্র্যাক (BRAC)
বিভাগের নামব্র্যাক হেলথ প্রোগ্রাম (BHP)
পদের নামডিস্ট্রিক্ট ম্যানেজার (District Manager)
চাকরির ধরণফুল-টাইম (চুক্তিভিত্তিক/স্থায়ী)
কর্মস্থলবাংলাদেশের যেকোনো জেলা
বেতনআলোচনা সাপেক্ষে (সংস্থার নীতিমালা অনুযায়ী)

পদের দায়িত্বসমূহ (Key Responsibilities)

একজন ডিস্ট্রিক্ট ম্যানেজার হিসেবে আপনাকে নিম্নলিখিত দায়িত্বগুলো পালন করতে হবে:

  • জেলা পর্যায়ে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির (BHP) সকল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিকল্পনা ও বাস্তবায়ন করা।
  • মাঠ পর্যায়ের কর্মীদের (Field Staff) তত্ত্বাবধান, প্রশিক্ষণ ও দিকনির্দেশনা প্রদান।
  • কর্মসূচির লক্ষ্যমাত্রা (Target) অর্জনে মনিটরিং ব্যবস্থা জোরদার করা।
  • সরকারি স্বাস্থ্য বিভাগ এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে সুসম্পর্ক বজায় রেখে কাজ করা।
  • বাজেট ব্যবস্থাপনা এবং নিয়মিত রিপোর্ট তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পেশ করা।
  • জরুরি স্বাস্থ্য সেবা বা দুর্যোগকালীন সময়ে দ্রুত সাড়া দেওয়া ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

✅ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (Educational & Experience Requirements)

আবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত যোগ্যতাগুলো পূরণ করতে হবে:

  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স/এমবিএ/এমপিএইচ (MPH) ডিগ্রি। জনস্বাস্থ্য (Public Health) বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে বা এনজিওতে কমপক্ষে ৩-৫ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। স্বাস্থ্য প্রজেক্ট পরিচালনায় অভিজ্ঞরা অগ্রাধিকার পাবেন।
  • অন্যান্য দক্ষতা:
    • এমএস অফিস (MS Office) অ্যাপ্লিকেশনে (Word, Excel, PowerPoint) দক্ষতা।
    • চমৎকার যোগাযোগ ও নেতৃত্ব দেওয়ার সক্ষমতা।
    • মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা বাঞ্ছনীয়।

???? সুযোগ-সুবিধাসমূহ (Benefits)

ব্র্যাক তার কর্মীদের জন্য আকর্ষণীয় সুযোগ-সুবিধা প্রদান করে থাকে:

  • আকর্ষণীয় বেতন প্যাকেজ।
  • উৎসব ভাতা (Festival Bonus)।
  • কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি।
  • স্বাস্থ্য ও জীবন বীমা সুবিধা।
  • পারফরম্যান্স বোনাস এবং ইনসেনটিভ।
  • কর্মীবান্ধব পরিবেশ এবং ক্যারিয়ার গড়ার সুযোগ।

???? আবেদন প্রক্রিয়া (How to Apply)

আগ্রহী প্রার্থীদের ব্র্যাক-এর অফিসিয়াল ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। সরাসরি কোনো হার্ডকপি বা ইমেইল গ্রহণযোগ্য নয়।

আবেদনের নিয়ম:
১. ব্র্যাক ক্যারিয়ার পোর্টালে ভিজিট করুন: [Apply Online Link Here] (এখানে আপনার আসল লিংকটি বসাবেন)
২. ‘Apply Now’ বাটনে ক্লিক করে আপনার প্রোফাইল তৈরি করুন বা লগইন করুন।
৩. প্রয়োজনীয় তথ্যাদি ও সিভি আপলোড করে আবেদন সম্পন্ন করুন।

???? আবেদনের শেষ সময়: [১৭ জানুয়ারি ২০২৬]