চট্টগ্রাম সিটি কর্পোরেশনে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য:

পদের নাম: রিয়েল এস্টেট অফিসার, অফিসার (ওয়ারেন্ট) এবং অন্যান্য পদ।
পরীক্ষার তারিখ: ১৯ ও ২০ জানুয়ারি ২০২৬ (সোমবার ও মঙ্গলবার)।
পরীক্ষার সময়: বেলা ১১.০০টা, দুপুর ০২.০০টা ও ০৩.০০টা (পদভেদে ভিন্ন)।
পরীক্ষার স্থান: মেয়র মহোদয়ের অফিস কক্ষ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রধান কার্যালয়, টাইগারপাস, চট্টগ্রাম।

নির্দেশনা:
১. মৌখিক পরীক্ষার সময় অবশ্যই মূল প্রবেশপত্রসহ সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র প্রদর্শন করতে হবে।
২. সকল মূল সনদপত্রের ০১ (এক) সেট সত্যায়িত ফটোকপি সঙ্গে আনতে হবে।
৩. প্রার্থীদের নির্ধারিত সময়ের অন্তত আধা ঘণ্টা পূর্বে কেন্দ্রে রিপোর্ট করতে অনুরোধ করা হয়েছে।
৪. পরীক্ষার কেন্দ্র, তারিখ ও সময়সূচি সংক্রান্ত তথ্য প্রার্থীদের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে জানানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ