বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) কর্তৃক ৫০তম বি.সি.এস.-এর প্রিলিমিনারি টেস্ট (MCQ Type) এর তারিখ, সময় এবং গুরুত্বপূর্ণ নির্দেশনা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পরীক্ষার তারিখ ও সময়:
আগামী ৩০ জানুয়ারি ২০২৬, শুক্রবার সকাল ১০.০০ টা থেকে দুপুর ১২.০০ টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ০৯.৩০ মিনিটের মধ্যে পরীক্ষা হলে প্রবেশ করতে হবে। সকাল ০৯.৩০ মিনিটের পর কেন্দ্রের সকল গেট বন্ধ করে দেওয়া হবে।
পরীক্ষার স্থান:
ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ—এই ৮টি বিভাগীয় শহরে একযোগে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা:
১. পরীক্ষা হলে সকল প্রকার ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক/ক্রেডিট কার্ডসদৃশ ডিভাইস, গহনা এবং ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
২. পরীক্ষার সময় কানের ওপর কোনো আবরণ রাখা যাবে না, কান খোলা রাখতে হবে।
৩. প্রবেশপত্র এবং মেটাল ডিটেক্টরের সাহায্যে তল্লাশির মাধ্যমে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে।
সতর্কবার্তা:
পরীক্ষার হলে কোনো নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলসহ ভবিষ্যতে কমিশনের সকল নিয়োগ পরীক্ষার জন্য তাকে অযোগ্য ঘোষণা করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ