বাংলাদেশ বিমান বাহিনীতে স্বল্পমেয়াদী কমিশন (DE 2026B) এবং বিশেষ স্বল্পমেয়াদী কমিশন (SPSSC 2026B) কোর্সে অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
শাখাগুলোর নাম:
১. ইঞ্জিনিয়ারিং
২. এটিসি (ATC)
৩. এডিডব্লিউসি (ADWC)
৪. লিগ্যাল
৫. মিটিওরলজি
৬. শিক্ষা (পদার্থ বিজ্ঞান)
শিক্ষাগত যোগ্যতা:
শাখাভেদে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যন্ত্র প্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক্স, কম্পিউটার প্রকৌশল, আ্যারোনটিক্যাল বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (ইঞ্জিনিয়ারিং) অথবা পদার্থ/গণিত বিষয়ে স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে নূন্যতম জিপিএ ৪.৫০ এবং স্নাতক পর্যায়ে নূন্যতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে।
বয়স (২৩ জুন ২০২৬ তারিখের মধ্যে):
১. DE 2026B কোর্সের প্রার্থীদের জন্য: ২০ থেকে ৩০ বছর।
২. SPSSC 2026B কোর্সের প্রার্থীদের জন্য: ২১ থেকে ৩৫ বছর।
(বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়।)
শারীরিক যোগ্যতা:
দৃষ্টিশক্তি: এটিসি ও এডিডব্লিউসি শাখার জন্য ৬/১২ এবং অন্যান্য শাখার জন্য ৬/৩৬ পর্যন্ত।
আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ বিমান বাহিনীর নির্ধারিত প্রক্রিয়ায় অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন সংক্রান্ত তথ্যের জন্য ০১৭৬৯-৯৯০৮৮০ নম্বরে যোগাযোগ করা যাবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ