অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ সাধারণ বীমা কর্পোরেশনের জুনিয়র অফিসার (গ্রেড-১০) পদের অপেক্ষমান তালিকা থেকে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র প্রেরণ করা হয়েছে। প্রাক পরিচিতি ও পূর্ব কার্যকলাপ যাচাই শেষে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নির্বাচিত ১৫ জন প্রার্থীর বর্তমান ও স্থায়ী ঠিকানায় ডাকযোগে এই নিয়োগপত্র পাঠানো হয়েছে।
গুরুত্বপূর্ণ তথ্য:
পদের নাম: জুনিয়র অফিসার (গ্রেড-১০)
নির্বাচিত প্রার্থীর সংখ্যা: ১৫ জন
যোগাযোগের শেষ সময়: ২০ জানুয়ারি ২০২৬
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, কোনো প্রার্থী যদি আগামী ২০ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে নিয়োগপত্র হাতে না পান, তবে তাকে সাধারণ বীমা কর্পোরেশনের মানব সম্পদ বিভাগ (৮ম তলা), প্রধান কার্যালয়, ৩৩ দিলকুশা বা/এ, ঢাকা-১০০০ ঠিকানায় সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ