জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন স্থায়ী শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জন্মসূত্রে বাংলাদেশী নাগরিকরা এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা:
১. সহকারী সিস্টেম এনালিস্ট - ০১টি
২. সেকশন অফিসার - ০৭টি
৩. প্রশাসনিক কর্মকর্তা - ০৩টি
৪. উচ্চমান সহকারী - ০১টি
৫. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক - ০২টি
৬. ড্রাইভার - ০২টি
৭. মালী - ০১টি
৮. লিফটম্যান - ০১টি
৯. নিরাপত্তা প্রহরী/গার্ড - ০৪টি

বয়স সংক্রান্ত তথ্য: পদভেদে ১৮ থেকে ৩২ বছর। তবে সহকারী সিস্টেম এনালিস্ট পদের জন্য সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটার ক্ষেত্রে সরকারি বিধিমালা অনুসরণ করা হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে jobs.nu.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। অনলাইনে আবেদনের পর আবেদনপত্রের প্রিন্ট কপিসহ সকল সনদের সত্যায়িত কপি মোট ০৯ (নয়) সেট ডাকযোগে, কুরিয়ারে অথবা সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তরে পৌঁছাতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৮ জানুয়ারি ২০২৬ তারিখ, বিকাল ৪:০০ ঘটিকা পর্যন্ত অনলাইনে এবং অফিস সময়ের মধ্যে হার্ডকপি জমা দেওয়া যাবে।

আবেদন ফি: পদভেদে ৫০/- থেকে ২০০/- টাকা পর্যন্ত যা সোনালী ব্যাংকের পে-স্লিপ বা অনলাইন গেটওয়ের মাধ্যমে জমা দিতে হবে।


বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: