রেনাটা পিএলসি তাদের Sales Pharma Division-এর জন্য প্রফেশনাল সার্ভিস অফিসার (PSO) পদে জনবল নিয়োগ দিচ্ছে।

মূল তথ্যসমূহ

  • পদের নাম: প্রফেশনাল সার্ভিস অফিসার (Professional Service Officer - PSO)।
  • কর্মস্থল: বাংলাদেশের যেকোনো প্রান্তে।
  • ইন্টারভিউয়ের সময়: সকাল ১০:০০ টা থেকে দুপুর ২:০০ টা পর্যন্ত।

প্রয়োজনীয় যোগ্যতা (Eligibility)

  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
  • বয়স: সর্বোচ্চ ৩২ বছর।

মূল দায়িত্বসমূহ (Job Responsibilities)

  • মেডিকেল প্রফেশনালদের কাছে পণ্যের তথ্য কার্যকরভাবে পৌঁছে দেওয়া।
  • প্রেসক্রিপশন জেনারেট করা এবং নতুন মার্কেট তৈরির মাধ্যমে বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা।

সুযোগ-সুবিধা (Benefits Offered)

রেনাটা এই শিল্পখাতের অন্যতম সেরা বেতন ও সুযোগ-সুবিধা প্রদান করে:

  • চিকিৎসা সুবিধা (Medical Benefits)।
  • প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি।
  • উৎসব বোনাস এবং লভ্যাংশ (WPPF)।
  • আকর্ষণীয় ইনসেন্টিভ স্কিম এবং বিদেশ ভ্রমণ।
  • টিএ/ডিএ (TA/DA) এবং গ্রুপ ইন্স্যুরেন্স।
  • দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ (Skill Enhancement Training)।

ইন্টারভিউয়ের সময়সূচী ও স্থান (Walk-in Interview)

স্থান/ডিপোতারিখ (২০২৬)ঠিকানা
ঢাকা (কর্পোরেট হেডকোয়ার্টার)১৩, ১৪ এবং ১৫ জানুয়ারিপ্লট- ১, মিল্ক ভিটা রোড, সেকশন- ৭, মিরপুর, ঢাকা।
টাঙ্গাইল ডিপো১৩ জানুয়ারিহোল্ডিং # ১১৩৫, বিশ্বাস বেতকা, আতপুকুরপাড়, ঢাকা রোড, টাঙ্গাইল।
বগুড়া (করতোয়া ডিপো)১৪ জানুয়ারিবেতগাড়ী, ঢাকা রোড, বনানী, বগুড়া।
ময়মনসিংহ (ব্রহ্মপুত্র ডিপো)১৫ জানুয়ারিবাইপাস মোড়, ঢাকা রোড, দিগারকান্দা, ময়মনসিংহ।
রাজশাহী ডিপো১৫ জানুয়ারিসি- ২১২, লক্ষ্মীপুর, গ্রেটার রোড, রাজশাহী।
রংপুর (তিস্তা ডিপো)১৭ জানুয়ারিহোল্ডিং # ৫৮৩৬, উত্তম, হাজিরহাট, রংপুর।
খুলনা ডিপো১৭ জানুয়ারি৬২, কেডিএ কমার্শিয়াল এরিয়া, জলিল সরণি, রায়ের মহল, বয়রা, খুলনা।
কুষ্টিয়া১৮ জানুয়ারিস্বপ্নডাঙ্গা, হোল্ডিং নং: সি-৭৬, হাউজিং এস্টেট, কুষ্টিয়া সদর।

আবেদনের প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের একটি আবেদনপত্র, আপডেট করা জীবনবৃত্তান্ত (CV), সকল শিক্ষাগত যোগ্যতার সনদের মূল ও ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের (NID) মূল ও ফটোকপি নিয়ে নির্দিষ্ট তারিখ ও স্থানে উপস্থিত হতে বলা হয়েছে। অভিজ্ঞ প্রার্থীদেরও প্রয়োজনীয় নথিপত্রসহ আবেদনের জন্য উৎসাহিত করা হয়েছে।