ক্যারিয়ার সুযোগ: এরিস্টোফার্মা লিমিটেড
এরিস্টোফার্মা তাদের DNR টিম (ডার্মা, নিউরো এবং রেসপিরেটরি) এর জন্য মেডিকেল ইনফরমেশন অফিসার পদে জনবল নিয়োগ দিচ্ছে।
পদের নাম: মেডিকেল ইনফরমেশন অফিসার (Medical Information Officer)
প্রয়োজনীয় যোগ্যতা (Eligibility)
- শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি (এসএসসি ও এইচএসসিতে বিজ্ঞান বিভাগ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে)।
- বয়স ও লিঙ্গ: শুধুমাত্র পুরুষ প্রার্থী, বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
- অন্যান্য: চমৎকার যোগাযোগ দক্ষতা এবং দেশের যেকোনো প্রান্তে কাজ করার মানসিকতা থাকতে হবে।
- অভিজ্ঞতা: ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরাও আবেদন করতে পারেন।
মূল দায়িত্বসমূহ (Key Responsibilities)
- ডাক্তারদের কাছে গিয়ে পণ্যের তথ্য প্রদান এবং প্রেসক্রিপশন জেনারেট করা।
- ওষুধের দোকান থেকে অর্ডার সংগ্রহ করা এবং বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা।
সুযোগ-সুবিধা (Benefits Offered)
- এই শিল্পখাতে আকর্ষণীয় বেতন এবং টিএ/ডিএ (TA/DA)।
- বছরে ৪টি বোনাস।
- পারফরম্যান্সের ভিত্তিতে বিদেশ ভ্রমণ এবং অতিরিক্ত ইনসেন্টিভ।
- গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স এবং এমপ্লয়ি অ্যাসিস্ট্যান্স ফান্ড।
- বিয়ে, সন্তানের জন্ম এবং স্কুলে ভর্তির বিশেষ ভাতা।
- স্মার্টফোন, মোটরসাইকেল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং লাভের অংশ (Profit Participation Fund)।
ইন্টারভিউয়ের সময়সূচী ও স্থান
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV), ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র (NID) এবং সকল শিক্ষাগত সনদের মূল ও ফটোকপি নিয়ে নিচের ঠিকানায় সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে সরাসরি সাক্ষাৎকারের (Walk-in Interview) জন্য অনুরোধ করা হয়েছে।
| স্থান | তারিখ | ঠিকানা |
| ঢাকা | ১২, ১৩ এবং ১৪ জানুয়ারি, ২০২৬ | এরিস্টো টাওয়ার, ২৩৯ বীর উত্তম মীর শওকত সড়ক, তেজগাঁও-গুলশান লিংক রোড, ঢাকা ১২০৮। |
| ময়মনসিংহ | ১৩ জানুয়ারি, ২০২৬ | মাতৃ ছায়া, দিগারকান্দা (কাদুর মোড়), অমৃতলা (শিকারীকান্দা), ময়মনসিংহ সদর। |
| যশোর | ১৩ জানুয়ারি, ২০২৬ | বাসা নং ১৩২, ঘোপ (পশ্চিম পাশ সরকারি কবরস্থান), যশোর। |
| বগুড়া | ১৩ জানুয়ারি, ২০২৬ | আলহাজ আতাউর রহমান খান (নিচ তলা), হোল্ডিং নং ১৪৫৭-০০, চৌধুরী লেন, খন্দকার, ঠনঠনিয়া, বগুড়া। |
| রাজশাহী | ১৩ জানুয়ারি, ২০২৬ | স্মৃতি প্লাজা, হোল্ডিং ৩৮/২, উপশহর হাউজিং এস্টেট, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী। |
দ্রষ্টব্য: প্রাথমিক সাক্ষাৎকারে নির্বাচিতদের প্রশিক্ষণ প্রোগ্রাম ১৫ জানুয়ারি ২০২৬ থেকে শুরু হবে।