ক্যারিয়ার সুযোগ: এরিস্টোফার্মা লিমিটেড

এরিস্টোফার্মা তাদের DNR টিম (ডার্মা, নিউরো এবং রেসপিরেটরি) এর জন্য মেডিকেল ইনফরমেশন অফিসার পদে জনবল নিয়োগ দিচ্ছে।

পদের নাম: মেডিকেল ইনফরমেশন অফিসার (Medical Information Officer)

প্রয়োজনীয় যোগ্যতা (Eligibility)

  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি (এসএসসি ও এইচএসসিতে বিজ্ঞান বিভাগ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে)।
  • বয়স ও লিঙ্গ: শুধুমাত্র পুরুষ প্রার্থী, বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
  • অন্যান্য: চমৎকার যোগাযোগ দক্ষতা এবং দেশের যেকোনো প্রান্তে কাজ করার মানসিকতা থাকতে হবে।
  • অভিজ্ঞতা: ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরাও আবেদন করতে পারেন।

মূল দায়িত্বসমূহ (Key Responsibilities)

  • ডাক্তারদের কাছে গিয়ে পণ্যের তথ্য প্রদান এবং প্রেসক্রিপশন জেনারেট করা।
  • ওষুধের দোকান থেকে অর্ডার সংগ্রহ করা এবং বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা।

সুযোগ-সুবিধা (Benefits Offered)

  • এই শিল্পখাতে আকর্ষণীয় বেতন এবং টিএ/ডিএ (TA/DA)।
  • বছরে ৪টি বোনাস।
  • পারফরম্যান্সের ভিত্তিতে বিদেশ ভ্রমণ এবং অতিরিক্ত ইনসেন্টিভ।
  • গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স এবং এমপ্লয়ি অ্যাসিস্ট্যান্স ফান্ড।
  • বিয়ে, সন্তানের জন্ম এবং স্কুলে ভর্তির বিশেষ ভাতা।
  • স্মার্টফোন, মোটরসাইকেল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং লাভের অংশ (Profit Participation Fund)।

ইন্টারভিউয়ের সময়সূচী ও স্থান

আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV), ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র (NID) এবং সকল শিক্ষাগত সনদের মূল ও ফটোকপি নিয়ে নিচের ঠিকানায় সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে সরাসরি সাক্ষাৎকারের (Walk-in Interview) জন্য অনুরোধ করা হয়েছে।

স্থানতারিখঠিকানা
ঢাকা১২, ১৩ এবং ১৪ জানুয়ারি, ২০২৬এরিস্টো টাওয়ার, ২৩৯ বীর উত্তম মীর শওকত সড়ক, তেজগাঁও-গুলশান লিংক রোড, ঢাকা ১২০৮।
ময়মনসিংহ১৩ জানুয়ারি, ২০২৬মাতৃ ছায়া, দিগারকান্দা (কাদুর মোড়), অমৃতলা (শিকারীকান্দা), ময়মনসিংহ সদর।
যশোর১৩ জানুয়ারি, ২০২৬বাসা নং ১৩২, ঘোপ (পশ্চিম পাশ সরকারি কবরস্থান), যশোর।
বগুড়া১৩ জানুয়ারি, ২০২৬আলহাজ আতাউর রহমান খান (নিচ তলা), হোল্ডিং নং ১৪৫৭-০০, চৌধুরী লেন, খন্দকার, ঠনঠনিয়া, বগুড়া।
রাজশাহী১৩ জানুয়ারি, ২০২৬স্মৃতি প্লাজা, হোল্ডিং ৩৮/২, উপশহর হাউজিং এস্টেট, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী।

দ্রষ্টব্য: প্রাথমিক সাক্ষাৎকারে নির্বাচিতদের প্রশিক্ষণ প্রোগ্রাম ১৫ জানুয়ারি ২০২৬ থেকে শুরু হবে।