জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ সরকারি যানবাহন অধিদপ্তরের গাড়িচালক (গ্রেড-১৫ এবং গ্রেড-১৬) পদের শূন্য পদে নিয়োগের লক্ষ্যে ব্যবহারিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। গত ১২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

পরীক্ষার স্থান: বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি), বাস ডিপো, জোয়ার সাহারা, নিকুঞ্জ, ঢাকা।

পরীক্ষার তারিখ ও সময়: ব্যবহারিক পরীক্ষা আগামী ০৯ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে শুরু হয়ে ২৪ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত বিভিন্ন ধাপে অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা নির্ধারিত তারিখে সকাল ০৯:০০ টা থেকে শুরু হবে।

প্রয়োজনীয় কাগজপত্র: পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের অবশ্যই নিচের মূল কাগজপত্রগুলো সাথে আনতে হবে:
১. মূল প্রবেশপত্র
২. জাতীয় পরিচয়পত্রের (NID) মূলকপি
৩. ড্রাইভিং লাইসেন্সের মূলকপি

পরীক্ষার্থীদের ইতোমধ্যে এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার বিষয়টি জানানো হয়েছে। উল্লেখ্য যে, পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার যাতায়াত বা দৈনিক ভাতা প্রদান করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ