ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক বাস্তবায়নাধীন ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায়’ প্রকল্পের আওতায় ঠাকুরগাঁও জেলা কার্যালয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ঠাকুরগাঁও জেলার ১৮টি নির্বাচিত মন্দিরে এই নিয়োগ প্রদান করা হবে।
পদের বিবরণ: প্রাক-প্রাথমিক ও ধর্মীয় শিক্ষা শিক্ষক (১৮টি পদ)।
শিক্ষাগত যোগ্যতা ও শর্ত: প্রার্থীকে অবশ্যই সনাতন ধর্মের অনুসারী এবং নূন্যতম এসএসসি বা সমমান পাস হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
সম্মানী ভাতা: মাসিক ৫,০০০/- টাকা এবং বছরে দুটি উৎসব ভাতা প্রদান করা হবে।
বয়সসীমা: ০৭/০১/২০২৪ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের প্রক্রিয়া: নির্ধারিত আবেদন ফরম ঠাকুরগাঁও জেলা কার্যালয় অথবা ওয়েবসাইট (www.tbcme.thakurgaon.gov.bd) থেকে সংগ্রহ করতে হবে। আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, ছবি ও নাগরিক সনদপত্রের সত্যায়িত কপি যুক্ত করতে হবে।
আবেদনের সময়সীমা: আবেদনপত্র আগামী ১৩/০১/২০২৪ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে ‘সহকারী প্রকল্প পরিচালক, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, ঠাকুরগাঁও জেলা কার্যালয়’ বরাবর সরাসরি অথবা ডাকযোগে পৌঁছাতে হবে।
পরীক্ষার তথ্য: লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় প্রার্থীর মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে জানানো হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ