মোংলা বন্দর কর্তৃপক্ষ তাদের শূন্য পদসমূহে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা:
১. সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী - ০১টি
২. উপ-সহকারী প্রকৌশলী (তড়িৎ) - ০১টি
৩. ফোরম্যান (তড়িৎ) - ০১টি
৪. সিনিয়র ডাটা এন্ট্রি অপারেটর - ০১টি
৫. বেতার মেকানিক - ০৫টি
৬. ক্রেন চালক/ফর্কলিফট অপারেটর - ০১টি
৭. ইলেকট্রিশিয়ান - ০১টি
৮. মিটার রিডার - ০১টি
৯. জেনারেটর ড্রাইভার - ০১টি
১০. লরি ড্রাইভার - ০১টি
১১. মেকানিক - ০১টি
১২. হেলপার (যান্ত্রিক) - ১৫টি
১৩. হেলপার (বিদ্যুৎ) - ০৩টি
১৪. লস্কর - ০২টি
১৫. পাওয়ার হাউজ এ্যাটেনডেন্ট - ০২টি

বয়স সংক্রান্ত তথ্য: ০১-১২-২০২৫ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের www.mpajobsbd.com ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি পদের ধরন অনুযায়ী নির্ধারিত পেমেন্ট গেটওয়ের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা:
আবেদন শুরু: ০৮ জানুয়ারি ২০২৬, সকাল ৯:০০ টা।
আবেদনের শেষ তারিখ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ৫:০০ টা।

পরীক্ষার তথ্য: প্রার্থীদের লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে এসএমএস এবং ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: