প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষার তারিখ ও সময় সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে এবং নিয়োগ জালিয়াতি থেকে দূরে থাকার জন্য বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে।
পরীক্ষার তারিখ ও সময়:
সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ০৯ জানুয়ারি ২০২৬ তারিখ (শুক্রবার) অনুষ্ঠিত হবে। পরীক্ষা বেলা ০৩:০০ ঘটিকা হতে ০৪:৩০ ঘটিকা পর্যন্ত চলবে।
সতর্কীকরণ ও গুরুত্বপূর্ণ তথ্য:
নিয়োগ প্রক্রিয়ায় জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পরীক্ষার যাবতীয় কাজ সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়, বিধায় কোনো প্রকার অবৈধ হস্তক্ষেপের সুযোগ নেই। তাই দালাল বা প্রতারক চক্রের সাথে কোনো প্রকার অর্থ লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো। প্রশ্নপত্র ফাঁসের গুজব বা সোশ্যাল মিডিয়ায় কোনো প্রকার অপপ্রচারে বিভ্রান্ত না হতে বলা হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ