কোম্পানির নাম: আরপিসিএল-নরিনকো ইন্টেল পাওয়ার লিমিটেড (RNPL)

প্রকল্প এলাকা: পটুয়াখালী প্রজেক্ট সাইট (কলাপাড়া)।

পদের বিবরণ:

১. পদের নাম: ডেপুটি ম্যানেজার (কেমিক্যাল)

  • পদসংখ্যা: ০১ টি
  • বেতন ও সুযোগ-সুবিধা:
    • গ্রেড: ০৬
    • মূল বেতন: ৭০,০০০/- টাকা।
    • বাড়ি ভাড়া: মূল বেতনের ৫৫%।
    • প্রজেক্ট ভাতা: মূল বেতনের ২০% (সাইট অফিসের জন্য)।
    • যাতায়াত ভাতা: ৪,০০০/- টাকা।
    • চিকিৎসা ভাতা: মূল বেতনের ১০%।
    • অন্যান্য: ২টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং গ্রুপ ইন্স্যুরেন্স।
  • শিক্ষাগত যোগ্যতা: কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক অথবা রসায়ন/ফলিত রসায়নে এম.এস.সি বা বি.এস.সি (অনার্স)। শিক্ষাজীবনে কোনো স্তরেই ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয়।
  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা (এর মধ্যে ২ বছর পাওয়ার জেনারেশন ইউটিলিটিতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে)।
  • বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর (০৮.০২.২০২৬ অনুযায়ী)।

২. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (কেমিক্যাল)

  • পদসংখ্যা: ০১ টি
  • বেতন ও সুযোগ-সুবিধা:
    • গ্রেড: ০৮
    • মূল বেতন: ৫২,০০০/- টাকা।
    • বাড়ি ভাড়া: মূল বেতনের ৫৫%।
    • প্রজেক্ট ভাতা: মূল বেতনের ২০% (সাইট অফিসের জন্য)।
    • যাতায়াত ভাতা: ৩,৫০০/- টাকা।
    • চিকিৎসা ভাতা: মূল বেতনের ১০%।
    • অন্যান্য: ২টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং গ্রুপ ইন্স্যুরেন্স।
  • শিক্ষাগত যোগ্যতা: কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক অথবা রসায়ন/ফলিত রসায়নে এম.এস.সি বা বি.এস.সি (অনার্স)। শিক্ষাজীবনে কোনো স্তরেই ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয়।
  • দক্ষতা: বাংলা ও ইংরেজিতে ভালো যোগাযোগ দক্ষতা এবং কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।
  • বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর (০৮.০২.২০২৬ অনুযায়ী)।

আবেদনের নিয়মাবলী ও সময়সীমা:

  • আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
  • আবেদনের লিংক: https://rnpl.teletalk.com.bd অথবা www.rnpl.com.bd
  • আবেদন শুরুর তারিখ: ০৮.০১.২০২৬ (সকাল ১০:০০ টা)।
  • আবেদনের শেষ তারিখ: ০৮.০২.২০২৬ (বিকেল ০৫:০০ টা)।
  • আবেদন ফি: ২০০/- টাকা (টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এসএমএস করে জমা দিতে হবে)।
  • কর্মস্থল: নির্বাচিত প্রার্থীদের কলাপাড়া, পটুয়াখালীতে অবস্থিত প্রজেক্ট সাইটে কাজ করতে হবে।

সূত্রঃ দৈনিক ইত্তেফাক-০৫-০১-২০২৬ তারিখ


বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ