বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট (bshi Job Circular) সম্প্রতি জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের শূন্য পদ পূরণের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করছে।

পদের নাম ও সংখ্যা: সিনিয়র স্টাফ নার্স - ৫০টি।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: আবেদনকারীকে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রিধারী হতে হবে। সেই সাথে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারী কাউন্সিলের রেজিস্ট্রেশন এবং সিনিয়র স্টাফ নার্স হিসেবে অন্তত ৬ মাসের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম (www.bshi.gov.bd সাইটে প্রাপ্ত) ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করতে হবে। পূরণকৃত আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতার সনদ, ছবি, নাগরিকত্ব সনদ এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে সরাসরি বা ডাকযোগে পরিচালক বরাবর পৌঁছাতে হবে।

আবেদন ফি: ১০০০/- (এক হাজার) টাকার পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সাথে জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২০ জানুয়ারি ২০২৬ (বেলা ২:০০ ঘটিকা পর্যন্ত)।

পরীক্ষার ধরন: আবেদনকারীদের মধ্য থেকে যোগ্য প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।

সূত্রঃ দৈনিক ইত্তেফাক-০১-০৫-২০২৬ তারিখ 


বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: