মধুমতি ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি (Management Trainee)
???? শিক্ষাগত যোগ্যতা:
- যেকোনো স্বীকৃত পাবলিক/প্রাইভেট/বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে এমবিএম (MBM), এমবিএ (MBA) বা মাস্টার্স ডিগ্রি।
- পুরো শিক্ষাজীবনে অন্তত ৩টি প্রথম বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ (CGPA) থাকতে হবে।
- শিক্ষাজীবনের কোনো পর্যায়ে ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
- ও-লেভেল এবং এ-লেভেল-এর ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ইকুইভ্যালেন্স সার্টিফিকেট অনুযায়ী ফলাফল প্রদান করতে হবে।
- শুধুমাত্র প্রকাশিত ফলাফল গ্রহণযোগ্য (অ্যাপিয়ার্ড দিয়ে আবেদন করা যাবে না)।
???? বয়সসীমা:
- আবেদনের শেষ তারিখে বয়স ৩২ বছরের বেশি হওয়া যাবে না।
???? প্রয়োজনীয় দক্ষতা:
- উচ্চ ক্যারিয়ার আকাঙ্ক্ষা এবং স্ব-প্রণোদিত (Self-motivated)।
- চমৎকার যোগাযোগ দক্ষতা এবং কম্পিউটার চালনায় পারদর্শিতা।
- সততা এবং কাজের প্রতি ইতিবাচক মনোভাব।
???? বেতন ও সুযোগ-সুবিধা:
- ফাস্ট ট্র্যাক ক্যারিয়ার এবং সিনিয়র ম্যানেজমেন্টের সাথে সরাসরি কাজের সুযোগ।
- ১ বছর মেয়াদী ট্রেইনি প্রোগ্রাম চলাকালীন মাসিক বেতন: ৫৫,০০০ টাকা।
- সফলভাবে ট্রেইনি পিরিয়ড শেষ করার পর ‘এক্সিকিউটিভ অফিসার’ হিসেবে স্থায়ী করা হবে এবং তখন মাসিক বেতন হবে ৭০,০০০ টাকা (সাথে ব্যাংকের অন্যান্য সুবিধা)।
???? অন্যান্য শর্তাবলি:
- ব্যাংকে অন্তত ৩ বছর চাকরি করার নিশ্চয়তা দিয়ে ইনডেমনিটি বন্ড (Indemnity Bond) স্বাক্ষর করতে হবে।
- বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।
???? কাজের স্থান: বাংলাদেশের যেকোনো জায়গা।
???? আবেদনের শেষ তারিখ: ০২ ফেব্রুয়ারি, ২০২৪।
???? আবেদন করার নিয়ম:
আগ্রহী প্রার্থীরা মধুমতি ব্যাংকের ক্যারিয়ার পোর্টাল ভিজিট করে আবেদন করতে পারবেন।
ওয়েবসাইট: https://career.modhumotibank.net/