সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

দুর্নীতি দমন কমিশন
পদের নামঃ উপসহকারী পরিচালক নিয়োগ

পরীক্ষার তারিখঃ 03-01-2026 তারিখ

সমাধান দেখুন নিচেঃ


সাধারণ জ্ঞান ও সাধারণ বিজ্ঞান অংশের সমাধানঃ

১. IDA স্বল্পোন্নত দেশগুলোকে কোন জাতীয় ঋণ দিয়ে থাকে?

(ক) মাইক্রোক্রেডিট (খ) সফট লোন  (গ) বাণিজ্যিক লোন (ঘ) পণ্য সাহায্য

উত্তরঃ (খ) সফট লোন

২. ‘নাভাইয়া’ পারমাণবিক পরীক্ষা স্থানটি কোন দেশে অবস্থিত?

(ক) রাশিয়া (খ) ভারত (গ) যুক্তরাষ্ট্র (ঘ) ফ্রান্স

উত্তরঃ (গ) যুক্তরাষ্ট্র

৩. কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়?

(ক) সুইজারল্যান্ড (খ) ডেনমার্ক (গ) নরওয়ে (ঘ) বুলগেরিয়া

উত্তরঃ (ক) সুইজারল্যান্ড

৪. আটলান্টিক সনদের ভিত্তিতে গঠিত হয়-

(ক) ন্যাটো (খ) আইএমএফ (গ) জাতিসংঘ (ঘ) ওয়ার্ল্ড ব্যাংক

উত্তরঃ (গ) জাতিসংঘ

৫. বলশেভিক বিপ্লব কত সালে সংঘটিত হয়?

(ক) ১৯২৭ (খ) ১৯৪৯ (গ) ১৯৭৯ (ঘ) ১৯১৭

উত্তরঃ (ঘ) ১৯১৭

৬. পাপুয়া নিউ গিনি কোন অঞ্চলের অন্তর্ভুক্ত?

(ক) পলিনেশিয়া (খ) মাইক্রোনেশিয়া

(গ) মেলানেশিয়া (ঘ) ওরিয়েন্টাল অঞ্চল

উত্তরঃ (গ) মেলানেশিয়া

৭. ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট ছিলেন?

(ক) ৪৩তম (খ) ৪৪তম (গ) ৪৫তম (ঘ) ৪৭তম

উত্তরঃ (গ) ৪৫ত

৮. ফ্যাসিবাদের জনক বলা হয় কাকে?

(ক) জোসেফ স্ট্যালিন (খ) এডলফ হিটলা

(গ) কাইজার (ঘ) বেনিতো মুসোলিনি

উত্তরঃ (ঘ) বেনিতো মুসোলিনি

৯. “জনসাধারণই সার্বভৌম ক্ষমতার অধিকারী” উক্তিটি কার?

(ক) কার্ল মার্কস (খ) হিটলার (গ) রুশো (ঘ) প্লেটো

উত্তরঃ (গ) রুশো

১০. গাজায় ইসরাইলী বর্বরতার এবং গণহত্যার বিরুদ্ধে কোন দেশ আন্তর্জাতিক আদালতে মামলা করেছে?

(ক) দক্ষিণ আফ্রিকা (খ) বাংলাদেশ (গ) সুদান (ঘ) সৌদি আরব

উত্তরঃ (ক) দক্ষিণ আফ্রিকা

১১. মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে কোন দেশ প্রত্যক্ষভাবে সাহায্য করে?

(ক) স্পেন (খ) ফ্রান্স (গ) রাশিয়া (ঘ) জার্মানি

উত্তরঃ (খ) ফ্রান্স (

১২. বিশ্বের প্রথম দেশ হিসেবে ধুমপান নিষিদ্ধ করে কোন দেশ?

(ক) বাংলাদেশ (খ) ভুটান (গ) চীন (ঘ) নেপাল

উত্তরঃ (খ) ভুটান

১৩. মিশর কত সালে সুয়েজ খাল জাতীয়করণ করে?

(ক) ১৯৫৬ (খ) ১৮৬৯ (গ) ১৯৪৫ (ঘ) ১৯৪৫

উত্তরঃ (ক) ১৯৫৬

১৪. ইন্দোনেশিয়ার নতুন রাজধানী নুসানতারা কোন প্রদেশে অবস্থিত?

(ক) জাভা (খ) বালি (গ) অচেহ (ঘ) কালিমান্তান

উত্তরঃ (ঘ) কালিমান্তান

১৫. চীনা অর্থায়নে নির্মিত মোম্বাসা সমুদ্রবন্দরের অবস্থান-

(ক) কেনিয়া (খ) মোজাম্বিক (গ) জিবুতি (ঘ) পাকিস্তান

উত্তরঃ (ক) কেনিয়া

১৬. আফিম যুদ্ধ কোন দুইটি দেশের মধ্যে সংঘটিত হয়?

(ক) চীন ও আফগানিস্তান (খ) চীন ও ইংল্যান্ড

(গ) চীন ও রাশিয়া (ঘ) ইংল্যান্ড ও আফগানিস্তান

উত্তরঃ (খ) চীন ও ইংল্যান্ড

১৭. নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা সামরিক জোট কত সালে স্বাক্ষরিত হয়?

(ক) ১৯৩৯ (খ) ১৯৪৩ (গ) ১৯৪৯ (ঘ) ১৯৬০

উত্তরঃ (গ) ১৯৪৯

১৮. ১৯৪৭ সালে প্যালেস্টাইনকে বিভাজনের পরিকল্পনা জাতিসংঘের কোন প্রস্তাবের মাধ্যমে গৃহীত হয়?

(ক) ১৮০ নং প্রস্তাব (খ) ১৮১ নং প্রস্তাব (গ) ১৬০ নং প্রস্তাব (ঘ) ১৬১ নং প্রস্তাব

উত্তরঃ (খ) ১৮১ নং প্রস্তাব

১৯. কোন দেশগুলো মেডিসিন লাইন/সীমানা দ্বারা বিভক্ত?

(ক) ব্রাজিল ও বলিভিয়া (খ) যুক্তরাষ্ট্র ও কানাডা

(গ) জার্মানি ও পোল্যান্ড (ঘ) মিশর ও সুদান

উত্তরঃ (খ) যুক্তরাষ্ট্র ও কানাডা

২০. যুক্তরাষ্ট্রের পরিচালিত "অপারেশন মিডনাইট হ্যামার" ইরানে কবে হামলা করে?

(ক) ২০ জুন ২০২৫ (খ) ২১ জুন ২০২৫

(গ) ২২ জুন ২০২৫ (ঘ) ২৩ জুন ২০২৫

উত্তরঃ (গ) ২২ জুন ২০২৫

২১. সংযুক্ত তহবিলের উপর ধার্য ব্যয় বলে উল্লিখিত বিষয়সমূহ সংবিধানের কোন ধারার অন্তর্ভুক্ত-

(ক) ৮৪ (খ) ৮১ (গ) ৮৮ (ঘ) ৮৫

উত্তরঃ (গ) ৮৮

২২. হলুদ বিহার বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?

(ক) নওগাঁ (খ) নীলফামারী (গ) নাটোর (ঘ) লালমনিরহাট

উত্তরঃ (ঘ) লালমনিরহাট

২৩. সাঁওতাল বিদ্রোহ দিবস কোন তারিখে?

(ক) ৩০ জুন (খ) ১৬ জুলাই (গ) ১৯ নভেম্বর (ঘ) ৮ এপ্রিল

উত্তরঃ (ক) ৩০ জুন

২৪. LNG ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে কোথায়?

(ক) মাতারবাড়ি (খ) ফুলবাড়ী (গ) পায়রা (ঘ) রূপপুর

উত্তরঃ (ক) মাতারবাড়ি

২৫. ই-পাসপোর্টের মেয়াদ ১৮ বছরের কম বয়সীদের জন্য কত?

(ক) ৫ বছর (খ) ১০ বছর (গ) ৩ বছর (ঘ) ১৫ বছর

উত্তরঃ (ক) ৫ বছর

২৬. বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত কিঃমিঃ?

(ক) ৪১৩৮ কিঃমিঃ (খ) ৪৩৯৯ কিঃমিঃ

(গ) ৪১৫৬ কিঃমিঃ (ঘ) ৩৮৫৬ কিঃমিঃ

উত্তরঃ (গ) ৪১৫৬ কিঃমিঃ

২৭. বিক্রমাদিত্য কার উপাধি ছিল?

(ক) ১ম চন্দ্রগুপ্ত (খ) ২য় চন্দ্রগুপ্ত

(গ) শ্রীগুপ্ত (ঘ) ভিনসেন্ট স্মিথ

উত্তরঃ (খ) ২য় চন্দ্রগুপ্ত

২৮. ফখরুদ্দিন মুবারক শাহ কত সালে সোনারগাঁয়ের শাসন ক্ষমতা দখল করেন?

(ক) ১৩৪৯ (খ) ১৩৪২ (গ) ১৩৩২ (ঘ) ১৩৩৮

উত্তরঃ (ঘ) ১৩৩৮

২৯. নোট অব ডিসেন্ট বলতে কি বুঝায়?

(ক) চূড়ান্ত সিদ্ধান্ত (খ) আনুষ্ঠানিক ভিন্নমত

(গ) আনুষ্ঠানিক ঐক্যমত্য (ঘ) সভার কার্যবিবরণী

উত্তরঃ (খ) আনুষ্ঠানিক ভিন্নমত

৩০. খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত?

(ক) বারাং (খ) পাড়া (গ) পুঞ্জি (ঘ) মৌজা

উত্তরঃ (গ) পুঞ্জি

৩১. তফসিল শব্দের অর্থ কী?

(ক) বিবরণ (খ) আইন (গ) অধ্যাদেশ (ঘ) বিধি

উত্তরঃ (ক) বিবরণ

৩২. বগা লেক কোন উপজেলায় অবস্থিত?

(ক) থানচি (খ) রুমা (গ) আলীকদম (ঘ) রোয়াংছড়ি

উত্তরঃ (খ) রুমা

৩৩. দুর্নীতি ধারণাসূচক-২০২৪, সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ?

(ক) ডেনমার্ক (খ) ফিনল্যান্ড (গ) সুইডেন (ঘ) আয়ারল্যান্ড

উত্তরঃ (ক) ডেনমার্ক

৩৪. ২০২৫ সালে সমাজসেবায় একুশে পদক লাভ করেন কে?

(ক) মেহেদী হাসান খান (খ) রিয়াজ নবী

(গ) শাবাব মুস্তফা (ঘ) মো: ইউসুফ চৌধুরী

উত্তরঃ

৩৫. সার্বজনীন পেনশন কর্মসূচির সর্বশেষযুক্ত স্কিম কোনটি?

(ক) প্রগতি (খ) সুরক্ষা (গ) প্রত্যয় (ঘ) প্রবাসী

উত্তরঃ (গ) প্রত্যয়

৩৬. নেরিকা-১ কী?

(ক) অপারেটিং সিস্টেম (খ) তামাকের জাত

(গ) খরা সহিষ্ণু ধান (ঘ) পাটের জাত

উত্তরঃ (গ) খরা সহিষ্ণু ধান

৩৭. SQL এর পূর্ণরূপ কী?

(ক) Structured Query Language (খ) Simple Query Language

(গ) System Query Logic (ঘ) Sequential Question Language

উত্তরঃ (ক) Structured Query Language

৩৮. Sina Weibo উদ্ভাবন করে--?

(ক) জ্যাক ডর্সি (খ) সিনা কর্পোরেশন

(গ) লুডিকর্প (ঘ) ডেভিড কার্প

উত্তরঃ (খ) সিনা কর্পোরেশন

৩৯. বাংলাদেশের প্রথম ই-বুক কোনটি?

(ক) বায়ানো ই-বুক (খ) একাত্তর ই-বুক

(গ) একুশ ই-বুক (ঘ) পঁচাত্তর ই-বুক

উত্তরঃ (গ) একুশ ই-বুক

৪০. কোন ই-মেইলে "CC" এর অর্থ কী?

(ক) Close Circuit (খ) Carbon Copy

(গ) Close Contact (ঘ) Close Cope

উত্তরঃ (খ) Carbon Copy

 

গণিত অংশের সমাধানঃ

৪১. দুইটি সংখ্যার অনুপাত ৩:৪ এবং তাদের ল.সা.গু 180 হলে সংখ্যা দুইটি কত?

(ক) ৪৫, ৬০ (খ) ২৭, ৩৬

(গ) ৩০, ৪০ (ঘ) ৬০, ৮০

উত্তরঃ (ক) ৪৫, ৬০

৪২. "ক" একটি কাজ ৬ দিনে করতে পারে। "খ" ঐ কাজটি ১২ দিনে করতে পারে। ক ও খ একত্রে ঐ কাজটি কত দিনে করতে পারবে?

(ক) ৬ দিনে (খ) ৫ দিনে (গ) ৪ দিনে (ঘ) ১২ দিনে

উত্তরঃ (গ) ৪ দিনে

৪৩. একটি বর্গাকার মাঠের বাইরে চারদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল 500 বর্গমিটার হলে মাঠের ক্ষেত্রফল কত?

(ক) ২০০ বর্গমিটার (খ) ৩০০ বর্গমিটার

(গ) ৬০০ বর্গমিটার (ঘ) ৪০০ বর্গমিটার

উত্তরঃ (ঘ) ৪০০ বর্গমিটার

 ৪৪. একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য a একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক?

(ক) √3/2 a2 বর্গ একক  (খ) a3 বর্গ একক

(গ) 2/√3 a2 বর্গ একক (ঘ) √3/4 a2 বর্গ একক

উত্তরঃ (ঘ) √3/4 a2 বর্গ একক

৪৫. ΔABC এর ∠A=37∘,∠C=53∘ হলে এটি কি ধরনের ত্রিভুজ?

(ক) সমবাহু ত্রিভুজ (খ)  ত্রিভুজ

(গ) সমকোণী ত্রিভুজ (ঘ) ত্রিভুজ হবে না

উত্তরঃ (গ) সমকোণী ত্রিভুজ

৪৬. একটি ধারার সংখ্যাগুলো নিম্নরূপ 1, 1, 2, 3, 5, 8, ... এর ১০ম সংখ্যা কত হবে?

(ক) 67 (খ) 55 (গ) 40 (ঘ) 64

উত্তরঃ (খ) 55

৪৭. যদি A = {1, 2, 3} এবং B = {2, 3, 5} হয় তাহলে A/B = কত?

(ক) {1, 5} (খ) {1/2, 2/3,3/5} (গ) {1/2, 1/3,1/5}  (ঘ) {1}

উত্তরঃ  (ঘ) {1}

৪৮. একটি ছক্কা পরপর ২ বার নিক্ষেপ করলে ২ বারই ছয় উঠার সম্ভাব্যতা কত?

(ক) ½ × ½  (খ) ⅙ × ⅙ (গ) ½ × ⅙ (ঘ) ⅙ ×2/5

উত্তরঃ (খ) ⅙ × ⅙

৪৯. ৯ জন খেলোয়াড়ের একটি দল থেকে ৬ জন খেলোয়াড় কতভাবে নির্বাচন করা যাবে?

(ক) ২৭ (খ) ৭২ (গ) ৮০ (ঘ) ৮৪

উত্তরঃ (ঘ) ৮৪

৫০. (2x1)2 ÷ x5=?

(ক) 4x3 (খ) 2x3 (গ) 4x−3 (ঘ) 4x-7

উত্তরঃ গ)4x−3

৫১. log⁡2√2x=4 হলে x=?

(ক) 16 (খ) 32 (গ) 64 (ঘ) 112

উত্তরঃ (গ) 64

৫২. ঝন্টু ও তার বাবার বয়সের সমষ্টি বর্তমানে ৮০ বছর। কান্তুর বাবা তার চাইতে ২৮ বছরের বড়। ১৩ বছর পর তাদের দু'জনের বয়সের সমষ্টি কত হবে?

(ক) ৫৩ বছর (খ) ৬৬ বছর (গ) ৮৮ বছর (ঘ) কোনটিই নয়

উত্তরঃ (খ) ৬৬ বছর

৫৩. 35−2x−x235−2x−x2 এর একটি উৎপাদক (7+x)(7+x) হলে অপর উৎপাদক কত?

(ক) 5+x (খ) 5−x (গ) 7+x (ঘ) 7−x

উত্তরঃ (খ) 5−x

৫৪. m ও n উভয়ে বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড়?

(ক) mn (খ) mn+2 (গ) mn+4 (ঘ) সবকটি

উত্তরঃ (ঘ) সবকটি

৫৫. একজন কলা বিক্রেতা তার কাছে যে কলা ছিল তার ২০% বিক্রয় করতে পারলো। সে গুনে দেখলো এখনো তার কাছে ৪০ ডজন কলা আছে। তার কাছে প্রথমে কতটি কলা ছিল?

(ক) ১৮০টি (খ) ১২০টি (গ) ৪০০টি (ঘ) ২০০টি

উত্তরঃ (ঘ) ২০০টি

৫৬. ১৮ মিটার লম্বা একটি মই ভূমির সাথে 30∘ কোণ করে দেয়ালের শীর্ষ স্পর্শ করে। দেয়ালের উচ্চতা কত?

(ক) ৮ মিটার (খ) ৯ মিটার (গ) ১০ মিটার (ঘ) ৭ মিটার

উত্তরঃ (খ) ৯ মিটার (

৫৭. ∣x−5∣=6∣x−5∣=6 এর সমাধান সেট কোনটি?

(ক) {1,−11} (খ) {−1,11}  (গ) {1,11}(ঘ) {-1,−11}

উত্তরঃ (খ) {−1,11}

৫৮. A:B = 5:4, A:C = 6:5 হলে C:B = ?

(ক) 5:4 (খ) 6:5 (গ) 25:24 (ঘ) 24:25

উত্তরঃ (গ) 25:24

৫৯. x+1/x=1/3 হলে x3+1/x3 এর মান কত?

(ক) −27/26 (খ) 27/26 গ) 26/27 (ঘ) −26/27

উত্তরঃ (ঘ) −26/27

৬০. f(x)=2x+5/x−3 হলে f(4)=?

(ক) 7 (খ) 5335 (গ) কোনটি নয় (ঘ) 13

উত্তরঃ (ঘ) 13

ইংরেজি অংশের সমাধানঃ

৬১. Pick the correctly spelt word:

(ক) Conscintious (খ) Consientious

(গ) Concientious (ঘ) Conscientious

উত্তরঃ (ঘ) Conscientious

৬২. Who wrote "A Vindication of the Rights of Woman"?

(ক) Claire Clairmont (খ) Mary Wollstonecraft

(গ) Mary Wollstonecraft Godwin (ঘ) Mary Shelley

উত্তরঃ (খ) Mary Wollstonecraft

৬৩. A Person who leaves his/her own country to settle permanently in another country is called a/an

(ক) Immigrant (খ) Expatriate (গ) Emigrant (ঘ) Migrant

উত্তরঃ (গ) Emigrant

৬৪. The Play "Englishman for my Money" was written by

(ক) Christopher Marlowe (খ) Thomas Kyd

(গ) William Haughton (ঘ) Ben Johnson

উত্তরঃ

৬৫. "We work every day except Friday". In this sentence 'except' is a/an

(ক) Adjective (খ) Noun (গ) Preposition (ঘ) Pronoun

উত্তরঃ (গ) Preposition

৬৬. Which gender is the word 'neighbour'?

(ক) Masculine (খ) Feminine (গ) Neuter (ঘ) Common

উত্তরঃ (ঘ) Common

৬৭. Which one has the identical singular and plural form?

(ক) Memorandum (খ) Stimulus (গ) Dice (ঘ) Oasis

উত্তরঃ (গ) Dice

৬৮. "He started teaching Hamlet". Here 'teaching' is a/an-

(ক) Participle (খ) Infinitive (গ) Verbal Noun (ঘ) Gerund

উত্তরঃ (ঘ) Gerund

৬৯. Select the Synonym for 'inclement.'

(ক) Affable (খ) Mild (গ) Rough (ঘ) Genial

উত্তরঃ (গ) Rough

৭০. "Doctor Faustus" is-

(ক) A Comedy (খ) A Tragedy (গ) A Historical Novel (ঘ) An Absurd Play

উত্তরঃ (খ) A Tragedy

৭১. What is the meaning of "French Leave"?

(ক) Leave on holidays (খ) Spending time in France

(গ) Leave without permission (ঘ) Emergency Leave

উত্তরঃ (গ) Leave without permission

৭২. Do you know the solution ____ the problem?

(ক) of (খ) for (গ) about (ঘ) to

উত্তরঃ (ঘ) to

৭৩. 'Plagiarism' means

(ক) The act of using someone else's idea as one's own

(খ) The act of planning everything beforehand

(গ) The act of playing a musical instrument

(ঘ) The art of dealing with forgery

উত্তরঃ (ক) The act of using someone else's idea as one's own

৭৪. Who of the following compiled an English Dictionary?

(ক) Samuel Johnson (খ) T.S. Eliot

(গ) John Dryden (ঘ) William Congreve

উত্তরঃ (ক) Samuel Johnson

৭৫. The two cities in "A Tale of Two Cities" are-

(ক) London and Edinburgh (খ) London and Paris

(গ) Paris and Tokyo (ঘ) Paris and Geneva

উত্তরঃ (খ) London and Paris

৭৬. She insisted on ____ leaving the house

(ক) he (খ) him (গ) himself (ঘ) his

উত্তরঃ (ঘ) his

৭৭. He does not adhere ____ any principle

(ক) by (খ) on (গ) at (ঘ) to

উত্তরঃ (ঘ) to

৭৮. The Millennium is a period of

(ক) 100 year (খ) 1000 year

(গ) 1 million year (ঘ) 1 billion year

উত্তরঃ (খ) 1000 year

৭৯. Who is not a Victorian poet?

(ক) Alfred Tennyson (খ) Robert Browning

(গ) William Wordsworth (ঘ) Matthew Arnold

উত্তরঃ (গ) William Wordsworth

৮০. The synonym of 'altitude' is-

(ক) height (খ) width (গ) length (ঘ) depth

উত্তরঃ (ক) height

বাংলা অংশের সমাধানঃ

৮১. মানুষের দেহের যে সব অঙ্গ-প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাদেরকে বলে-

(ক) বাক প্রত্যঙ্গ (খ) অঙ্গ ধ্বনি

(গ) স্বরতন্ত্রী (ঘ) নাসিকাতন্ত্র

উত্তরঃ (ক) বাক প্রত্যঙ্গ

৮২. "মুচলেকা, লাশ, কুর্নিশ" কোন ভাষার অন্তর্গত শব্দ?

(ক) তৎসম (খ) তদ্ভব (গ) ফারসী (ঘ) তুর্কি

উত্তরঃ (ঘ) তুর্কি

৮৩. বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে-

(ক) ৩৯, ৯, ১০ (খ) ৩২, ৭, ১১

(গ) ৩০, ৮, ১২ (ঘ) ৩২, ৮, ১০

উত্তরঃ (ঘ) ৩২, ৮, ১০

৮৪. কাজী নজরুল ইসলাম এর কোন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র 'জাহাঙ্গীর'?

(ক) বাঁধন-হারা (খ) মৃত্যুক্ষুধা (গ) কুহেলিকা (ঘ) শিউলিমালা

উত্তরঃ (গ) কুহেলিকা

৮৫. 'জঙ্গম' এর বিপরীত শব্দ কী?

(ক) অরণ্য (খ) পর্বত (গ) স্থাবর (ঘ) সমুদ্র

উত্তরঃ (গ) স্থাবর

৮৬. "রাইফেল রোটি আওরাত" উপন্যাসের রচয়িতা কে?

(ক) আনোয়ার পাশা (খ) হাসান হাফিজুর রহমান

(গ) শহীদুল্লাহ কায়সার (ঘ) জহির রায়হান

উত্তরঃ (ক) আনোয়ার পাশা

৮৭. বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কখন প্রকাশিত হয়?

(ক) ১৭৪৩ (খ) ১৮৩৪ (গ) ১৭৩৪ (ঘ) ১৮৪৩

উত্তরঃ (ক) ১৭৪৩

৮৮. কোন শব্দটি উপসর্গসহযোগে গঠিত নয়?

(ক) ব্যাপ্ত (খ) বিতর্ক (গ) বিনয় (ঘ) বিফল

উত্তরঃ সবগুলো উপসর্গসহযোগে গঠিত। [ উপসর্গ: 'ব্যা-' (যা 'বি' থেকে এসেছে)। মূল শব্দ: 'আপ্ত' (প্রাপ্ত বা বিস্তৃত)। গঠন: 'বি' + 'আপ্ত' = ব্যাপ্ত। বি+ তর্ক = বিতর্ক, বি+নয় = বিনয়, বি+ফল = বিফল]

৮৯. "ইসলামের ইতিহাস ও ঐতিহ্য" কোন কাব্যের উপজীব্য?

(ক) দিলরুবা- আব্দুল কাদির (গ) সাত সাগরের মাঝি- ফররুখ আহমেদ

(গ) নূরনামা- আব্দুল হাকিম (ঘ) জীবন কথা- জসীম উদ্দীন

উত্তরঃ (গ) সাত সাগরের মাঝি- ফররুখ আহমেদ

৯০. কোনটি তৎসম উপসর্গ নয়?

(ক) প্রতি (খ) অতি (গ) প্র (ঘ) কু

উত্তরঃ (ঘ) কু

৯১. "ত্রিশঙ্কু দশা" বলতে বুঝায়-

(ক) বিপর্যস্ত হওয়া (খ) অবাক হওয়া

(গ) দোটানা অবস্থা হওয়া (ঘ) হতবুদ্ধি হওয়া

উত্তরঃ (গ) দোটানা অবস্থা হওয়া

৯২. চর্যাপদ কোন ছন্দে লেখা?

(ক) অক্ষরবৃত্ত (খ) মাত্রাবৃত্ত (গ) স্বরবৃত্ত (ঘ) অমিত্রাক্ষর ছন্দ

উত্তরঃ (খ) মাত্রাবৃত্ত

৯৩. ব্যতিহারিক সর্বনাম কোনটি?

(ক) ইহারা (খ) যিনি (গ) নিজে নিজে (ঘ) কেহ

উত্তরঃ (গ) নিজে নিজে

৯৪. "ইউসুফ-জুলেখা" কাব্য রচনা করেন নি কে?

(ক) আবদুল হাকীম (খ) শাহ মুহাম্মদ সগীর

(গ) শাহ গরীবুল্লাহ (ঘ) মুহম্মদ কবীর

উত্তরঃ (খ) শাহ মুহাম্মদ সগীর

৯৫. 'ক' হতে 'ম' পর্যন্ত ২৫টি ব্যঞ্জনধ্বনিকে একত্রে বলা হয়-

(ক) মৌলিক ধ্বনি (খ) যৌগিক ধ্বনি

(গ) স্পর্শ ধ্বনি (ঘ) নাসিক্য ধ্বনি

উত্তরঃ (গ) স্পর্শ ধ্বনি

৯৬. 'দুর্যোগ' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

(ক) দুহ + যোগ (খ) দুঃ + যোগ (গ) দুর + যোগ (ঘ) দুরঃ + যোগ

উত্তরঃ (খ) দুঃ + যোগ

৯৭. 'তন্ময়' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

(ক) তনু + ময় (খ) তৎ + ময় (গ) তনু + ময় (ঘ) তদ্ + ময়

উত্তরঃ (খ) তৎ + ময়

৯৮. 'পঞ্চগড়' কোন সমাস?

(ক) সংখ্যাবাচক বহুব্রীহি (খ) দ্বন্দ্ব (গ) দ্বিগু (ঘ) কর্মধারয়

উত্তরঃ (গ) দ্বিগু

৯৯. ড়, ঢ় কোন ধরনের বর্ণ?

(ক) পার্শ্বিক (খ) কম্পনজাত (গ) তাড়নজাত (ঘ) অঘোষদাহ

উত্তরঃ (গ) তাড়নজাত

১০০. 'অনুগ্রহ'-এর বিপরীতার্থক শব্দ কোনটি?

(ক) প্রতিগ্রহ (খ) বিগ্রহ (গ) নিগ্রহ (ঘ) দয়া

উত্তরঃ (গ) নিগ্রহ