শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন শ্রম আপীল ট্রাইব্যুনাল এবং দেশের বিভিন্ন শ্রম আদালতের (বরিশাল, রংপুর, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, কুমিল্লা, নারায়ণগঞ্জ ও খুলনা) ১৩-২০ গ্রেডের বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে।

পদের নামসমূহ: সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর, বেঞ্চ সহকারী, হিসাব রক্ষক কাম ক্যাশিয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অফিস সহায়ক।

উক্ত পদগুলোতে নিয়োগের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে চূড়ান্তভাবে নির্বাচিতদের রোল নম্বর প্রকাশ করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। নির্বাচিত প্রার্থীদের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট নির্দেশনা অনুসরণ করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ