বাংলাদেশ নৌবাহিনীর (bndcp) সাংগঠনিক কাঠামোভুক্ত (Bangladesh Navy Civil Job Circular 2025) বেসামরিক শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৫তম ও ১৬তম গ্রেডের এই পদগুলোতে মোট ৫৬ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে।
পদের নাম ও সংখ্যা:
১. এমটিডি-৮৯
২। ইঞ্চিন ড্রাইভার (ক্লাস১)-০১
৩। ক্রেন ড্রাইভার(ক্লাস-১)-০১
৪। ফর্ক লিফট ড্রাইভার-০২
৫। ইঞ্জিন ড্রাইভার (ক্লাস-২)-০৩
৬। ক্রেন ড্রাইভার(ক্লাস-২)-০৫
বয়স সংক্রান্ত তথ্য: ২০ জানুয়ারি ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে http://bndcp.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে ফরম পূরণ করতে হবে। আবেদন ফি বাবদ মোট ১১২/- টাকা (সাধারণ প্রার্থীদের জন্য) এবং ৫৬/- টাকা (অনগ্রসর নাগরিকদের জন্য) টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে প্রদান করতে হবে।
আবেদনের শেষ তারিখ: অনলাইনে আবেদন শুরু হবে ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল ১০:০০ টায় এবং শেষ হবে ২০ জানুয়ারি ২০২৬ বিকাল ০৫:০০ টায়।
অন্যান্য তথ্য: নিয়োগপ্রাপ্তদের প্রধানত চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলের বিভিন্ন সংস্থায় পদায়ন করা হবে। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় সকল মূল সনদপত্র প্রদর্শন করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ