বস্ত্র অধিদপ্তরের অধীনে ১৩-১৬তম গ্রেডের ০৮টি ক্যাটাগরির ৫৮টি শূন্য পদের বিপরীতে পরিচালিত নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে মোট ৫৮ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে।
নির্বাচিত পদের নাম ও সংখ্যা:
১. টেইলার মাস্টার: ০৬ জন
২. আর্টিস্ট ডিজাইনার: ০৩ জন
৩. ডিজাইনার: ০৫ জন
৪. টেকনিক্যাল এ্যাসিসট্যান্ট: ১৭ জন
৫. ম্যাকানিক্স: ১৭ জন
৬. আর্টিস্ট এসিসট্যান্ট: ০১ জন
৭. বয়লার অপারেটর: ০৫ জন
৮. ইলেকট্রিশিয়ান: ০৪ জন
প্রয়োজনীয় নির্দেশনা ও আবেদনের শেষ তারিখ:
নির্বাচিত প্রার্থীদের বস্ত্র অধিদপ্তরের ওয়েবসাইট (www.dot.gov.bd) থেকে পুলিশ ভেরিফিকেশন ফরম ডাউনলোড করতে হবে। যথাযথভাবে পূরণকৃত ফরম আগামী ১৫ জানুয়ারি ২০২৬ তারিখ বিকাল ০৪:০০ ঘটিকার মধ্যে বস্ত্র অধিদপ্তরের প্রশাসন শাখায় সরাসরি জমা দিতে হবে। স্বাস্থ্য পরীক্ষা এবং ভেরিফিকেশন সন্তোষজনক হলে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নিয়োগপত্র প্রদান করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ