চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর বিভিন্ন শূন্য পদসমূহ স্থায়ী/অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা:
১. অধ্যাপক - ০২টি
২. রেজিস্ট্রার - ০১টি
৩. প্রধান প্রকৌশলী - ০১টি
৪. সহযোগী অধ্যাপক - ০২টি
৫. সহকারী অধ্যাপক - ০২টি
৬. প্রভাষক - ০৩টি
৭. টেকনিশিয়ান - ০১টি
৮. অটো মেকানিক - ০১টি
৯. বাবুর্চি - ০১টি
১০. ল্যাব. এটেনডেন্ট - ০২টি
১১. মালি - ০২টি
১২. পরিচ্ছন্নতা কর্মী - ০১টি
সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখুনঃ
বয়স সংক্রান্ত তথ্য: রেজিস্ট্রার ও প্রধান প্রকৌশলী পদের জন্য সর্বোচ্চ বয়স ৫২ বছর এবং অন্যান্য বিশেষ ক্ষেত্রে সর্বোচ্চ ৪৮ বছর। তবে চুয়েটে কর্মরত প্রার্থীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য। শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে উচ্চতর ডিগ্রিধারীদেরও বয়স শিথিল করা হবে।
আবেদন প্রক্রিয়া: ১ থেকে ৮ নং পদের জন্য বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে এবং ৯ থেকে ১৭ নং পদের জন্য সাদা কাগজে আবেদন করতে হবে। পদের ধরন অনুযায়ী নির্ধারিত ফি (৫০/- থেকে ২০০/- টাকা) সোনালী ব্যাংক লিঃ-এর অনুকূলে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করে প্রয়োজনীয় সংখ্যক সেট আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৩ জানুয়ারি ২০২৬ (অফিস চলাকালীন সময়ের মধ্যে)।
সূত্রঃ যুগান্তর-২২-১২-২০২৫ তারিখ
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ