বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স), তেজগাঁও তাদের বিভিন্ন শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করেছে।
পদের নামসমূহ:
সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক, ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক), সহকারী পরিচালক (অডিট), একাউন্টস অফিসার, সিকিউরিটি ইন্সপেক্টর, ল্যাব সহকারী, ড্রাইভার (হেড) এবং অফিস সহায়ক।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
প্রতিটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা, সিজিপিএ এবং অভিজ্ঞতার শর্তাবলী রয়েছে। শিক্ষক পদের ক্ষেত্রে উচ্চতর সিজিপিএ এবং স্বীকৃত জার্নালে প্রকাশনা থাকতে হবে। প্রশাসনিক ও অন্যান্য পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.butex.edu.bd) হতে নির্ধারিত ফরম সংগ্রহ করতে হবে। যথাযথভাবে পূরণকৃত আবেদনপত্রের সাথে ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি যুক্ত করতে হবে। আবেদনপত্র সরাসরি বা ডাকযোগে 'রেজিস্ট্রার, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, তেজগাঁও, ঢাকা-১২০৮' বরাবর পৌঁছাতে হবে।
আবেদন ফি:
পদভেদে ২০০ টাকা, ১০০ টাকা অথবা ৫০ টাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সোনালী ব্যাংক বা বিভিন্ন মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট ইত্যাদি) ব্যবহার করে পরিশোধ করতে হবে।
আবেদনের শেষ তারিখ:
আবেদনপত্র পৌঁছানোর শেষ সময় ০৫ জানুয়ারি ২০২৬ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ