সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ, বরিশাল জনবল নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা:

  • অধ্যাপক: এনাটমি, ফিজিওলজি, মেডিসিন, অবস্ এন্ড গাইনি, শিশু, কার্ডিওলজি, রেডিওলজি, ইএনটি, সাইকিয়াট্রি, ডার্মাটোলজি, অর্থোপেডিক, চক্ষু, এ্যানেস্থেশিওলজি বিষয়ে।
  • সহযোগী অধ্যাপক: এনাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফরেনসিক মেডিসিন, প্যাথলজি, কমিউনিটি মেডিসিন, মাইক্রো বায়োলজি, সার্জারি, মেডিসিন, অবস এন্ড গাইনি, শিশু, কার্ডিওলজি, রেডিওলজি, ইএনটি, সাইকিয়াট্রি, ডার্মাটোলজি, অর্থোপেডিক, চক্ষু, এ্যানেস্থেশিওলজি বিষয়ে।
  • সহকারী অধ্যাপক: এনাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফরেনসিক মেডিসিন, প্যাথলজি, কমিউনিটি মেডিসিন, মাইক্রোবায়োলজি, সার্জারি, মেডিসিন, অবস এন্ড গাইনি, শিশু, কার্ডিওলজি, রেডিওলজি, ইএনটি, সাইকিয়াট্রি, ডার্মাটোলজি, অর্থোপেডিক, চক্ষু, এ্যানেস্থেশিওলজি বিষয়ে।
  • লেকচারার: মেডিসিন, সার্জারি, শিশু, গাইনি এন অবস, ইএনটি, চক্ষু, পেডিক বিষয়ে।

বয়স সংক্রান্ত তথ্য: পূর্ব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

আবেদনের প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের অত্র মেডিকেল কলেজের নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরমটি সরাসরি অথবা কলেজের ওয়েবসাইট www.samc.edu.bd থেকে ডাউনলোড করা যাবে।

আবেদনপত্রের সাথে জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি, বিএমএন্ডডিসি সনদ (উভয় পিঠ), জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ (তিন) কপি ছবি এবং অভিজ্ঞতার (যদি থাকে) সনদপত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র ডাকযোগে অথবা সরাসরি অত্র কলেজের অধ্যক্ষের কার্যালয়ে প্রেরণ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩০/১২/২০২৫ ইং তারিখের মধ্যে।

সূত্রঃ প্রথম আলো-১২-১২-২০২৫ তারিখ 


বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ