সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (চট্টগ্রাম ওয়াসা) তাদের রাজস্ব খাতে জনবল নিয়োগের জন্য একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য বাংলাদেশী নাগরিকরা আবেদন করতে পারবেন।


পদের নাম ও সংখ্যা:

  • সহকারী প্রকৌশলী: ৭টি পদ
  • উপ-সহকারী প্রকৌশলী: ১৪টি পদ


শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • সহকারী প্রকৌশলী: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পুরঃকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ কৌশল, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসসি), ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স প্রকৌশল, পানি সরবরাহ প্রকৌশল বা পরিবেশ প্রকৌশল বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী; অথবা এএমআইই (পার্ট “এ” ও ”বি”) কোর্সে উত্তীর্ণ।
  • উপ-সহকারী প্রকৌশলী: কোনো স্বীকৃত ইনষ্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিএসসি, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স, পরিবেশ, পাওয়ার বা অটোমোবাইল প্রকৌশলে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে ডিপ্লোমা।


বয়সসীমা:

৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইনান্সিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪ অনুযায়ী এই বয়সসীমা প্রযোজ্য হবে।


আবেদনের প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://cwasajobs.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।


আবেদনের সময়সীমা:

  • আবেদন শুরু: ১২ ডিসেম্বর ২০২৫, সকাল ১০:০০ ঘটিকা।
  • আবেদনের শেষ তারিখ: ৩১ ডিসেম্বর ২০২৫, বিকাল ০৫:০০ ঘটিকা।
  • আবেদন ফি জমা দেওয়ার শেষ সময়: অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার ৭২ ঘন্টার মধ্যে।


আবেদন ফি:

সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি বাবদ ২২৩/- টাকা (টেলিটকের সার্ভিস চার্জসহ)।

অনগ্রসর প্রার্থীদের (শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গ) জন্য আবেদন ফি বাবদ ৫৬/- টাকা (টেলিটকের সার্ভিস চার্জসহ)।


পরীক্ষার তারিখ, সময় ও স্থান:

লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে চট্টগ্রাম ওয়াসার নোটিশ বোর্ড ও ওয়েবসাইট (www.cwasachattogram.gov.bd) এবং প্রার্থীদের ব্যক্তিগত মুঠোফোনে SMS এর মাধ্যমে জানানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ