পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন এমসিএইচ-সার্ভিসেস ইউনিটের উদ্যোগে গাইবান্ধা জেলাধীন গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সম্পূর্ন অস্থায়ী ভিত্তিতে ০২ (দুই) জন মিডওয়াইফ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদগুলোতে শুধুমাত্র গাইবান্ধা জেলাধীন গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের সাঁওতাল সম্প্রদায়ের (কমিউনিটি) স্থায়ী বাসিন্দা (মহিলা) প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনের জন্য প্রার্থীকে ডিপ্লোমা ইন মিডওয়াইফারী পরীক্ষায় উত্তীর্ণ এবং বিএনএমসি কর্তৃক স্বীকৃত সার্টিফিকেটধারী হতে হবে। প্রজনন স্বাস্থ্য, কিশোর-কিশোরীর স্বাস্থ্য, মা ও শিশুস্বাস্থ্য সেবা এবং পরিবার পরিকল্পনা সেবায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনকারীর বয়স ০১/০১/২০২৬ তারিখে সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।
আগ্রহী প্রার্থীরা ১৭/১২/২০২৫ খ্রিঃ তারিখ বিকাল ০৫:০০ ঘটিকার মধ্যে পরিচালক (এমসিএইচ-সার্ভিসেস), এমসিএইচ-সার্ভিসেস ইউনিট (১১ তলা), ৬, কাওরান বাজার, ঢাকা-১২১৫ বরাবর (সরাসরি/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে) আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনপত্রের সাথে ডিপ্লোমা ইন মিডওয়াইফারী উত্তীর্ন সনদসহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, বিএনএমসি কর্তৃক প্রদত্ত রেজিস্ট্রেশন এর সত্যায়িত কপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৩ কপি রঙিন ছবি, নাগরিকত্ব সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে।
সূত্রঃ দৈনিক ইত্তেফাক-১০-১২-২০২৫ তারিখ
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ