জেলা জজ ও অধস্তন আদালত /ট্রাইব্যুনাল সমূহে সহায়ক কর্মচারীর ছয়টি শূন্য পদে নিয়োগের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তির আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
টেলিটকের কারিগরি ত্রুটির কারণে পূর্বের নির্ধারিত 09.12.2025 তারিখ বিকাল 5.00টা পর্যন্ত অনলাইন আবেদন দাখিল করা যায়নি।
বর্তমানে, আবেদনের নতুন সময়সীমা 10.12.2025 খ্রিস্টাব্দ তারিখ দুপুর 2.00টা হতে 11.12.2025 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5.00টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
উক্ত বর্ধিত সময়ের মধ্যে সফলভাবে অনলাইন আবেদন সম্পন্নকারী প্রার্থীরা আবেদনের সময় থেকে পরবর্তী 72 ঘণ্টা পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবেন।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ