সেন্ট্রাল মেডিকেল কলেজ, কুমিল্লা (Central Medical College, Cumilla)
- ঠিকানা: পদুয়ার বাজার, বিশ্বরোড, কুমিল্লা।
- মোবাইল: ০১৮২৭-২৯০৪৭৬, ০১৮৬৬১৭৩১৩৬
- ই-মেইল: centralmedicalcollege@gmail.com
- ওয়েব:
www.cemecbd.com
আবেদনের নিয়মাবলী
- আবেদনের শেষ তারিখ: আগামী ৩০/১২/২০২৫ ইং তারিখের মধ্যে।
- কার বরাবর আবেদন: অধ্যক্ষ ডাঃ মোহাম্মদ ফজলুল হক (ভারপ্রাপ্ত) বরাবর দরখাস্ত জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।
- দরখাস্তের সাথে যা জমা দিতে হবে:
- ২ কপি পাসপোর্ট সাইজ ছবি।
- সকল শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
- জাতীয় সনদ (যদি থাকে)।
- মোবাইল নম্বর।
- সংশ্লিষ্ট নথি (জি.বি)।
- বিশেষ দ্রষ্টব্য: যারা ইতিপূর্বে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
সূত্রঃ নয়াদিগন্ত-০৯-১২-২০২৫ তারিখ
বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ