সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

নাটোর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এর জন্য ৪টি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদসমূহ ও পদসংখ্যা:

  • পেশ ইমাম: ০১ টি
  • মুয়াজ্জিন: ০১ টি
  • খাদেম: ০২ টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • পেশ ইমাম: দ্বিতীয় শ্রেণির কামিল ডিগ্রী/দাওরায়ে হাদিস পাশ এবং খতিব, মুফতি বা মুহাদ্দিস হিসাবে ০৫ বছরের বাস্তব অভিজ্ঞতা। আরবিতে কথা ও খুৎবা পাঠে দক্ষতা এবং গবেষণাধর্মী প্রকাশনা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। মাসিক বেতন ১৫,০০০/- টাকা।
  • মুয়াজ্জিন: দ্বিতীয় শ্রেণির আলিম অথবা সমমানের ক্বওমী শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন এবং মুয়াজ্জিন হিসেবে ০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা। হাফেজ-ই-কুরআন ও ইলমে ক্বিরাত-এর উপর সনদপ্রাপ্তদের অগ্রাধিকার। মাসিক বেতন ১০,০০০/- টাকা।
  • খাদেম: শারীরিকভাবে সুস্থ ও সক্ষম এবং খাদেম হিসেবে ০১ বছরের বাস্তব অভিজ্ঞতা। মাসিক বেতন ৭,৫০০/- টাকা।

আবেদনের প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের জেলা প্রশাসক ও সভাপতি, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, নাটোর বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, ধর্ম, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা উল্লেখ করতে হবে।

আবেদনের সাথে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, নাগরিকত্ব সনদপত্র এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৩ কপি সত্যায়িত রঙিন ছবি সংযুক্ত করতে হবে। সকল পদের জন্য ৫০০/- (পাঁচশত) টাকা ব্যাংক ড্রাফট/পে-অর্ডার "জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিচালনা কমিটি, নাটোর" বরাবর আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে (অফেরতযোগ্য)।

খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। কোনো প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না। সরকারি/আধা সরকারি/বেসরকারি/এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্রসহ আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৫ ডিসেম্বর ২০২৫ খ্রি.

আবেদনপত্র অফিস চলাকালীন সময়ের মধ্যে সরাসরি অথবা ডাকযোগে "জেলা প্রশাসক, জেলা প্রশাসকের কার্যালয়, নাটোর" বরাবর পৌঁছাতে হবে।

পরীক্ষার তথ্য:

দাখিলকৃত দরখাস্তসমূহ যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের নামে প্রবেশপত্র ইস্যু করা হবে। সকল পদের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচনা করা হবে। মৌখিক পরীক্ষায় সকল সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে।

সূত্রঃ যুগান্তর-০৪-১২-২০২৫ তারিখ


বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ