বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (BPSC) কর্তৃক রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন ক্যাটাগরির উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। ২০১৯ ও ২০২৩ সালের নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় এই ফলাফল প্রকাশ করা হয়েছে।
যেসকল পদে চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে এবং মনোনীত প্রার্থীর সংখ্যা:
মোট ৪৯৪ জন প্রার্থীকে সাময়িকভাবে মনোনীত করা হয়েছে।
মনোনীত প্রার্থীদের আবেদনপত্রের সাথে প্রদত্ত সকল তথ্য, ডকুমেন্টস, সনদ ইত্যাদি বিজ্ঞাপনের শর্ত এবং আবেদনপত্রে প্রদত্ত অঙ্গীকারনামার ভিত্তিতে যাচাইপূর্বক নিয়োগকারী কর্তৃপক্ষ চূড়ান্ত নিয়োগ প্রদান করবে। কোনো প্রার্থীর তথ্যে গরমিল, দুর্নীতি, সনদ জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে, অসত্য তথ্য প্রদান করলে বা কোনো উল্লেখযোগ্য ভুলত্রুটি পরিলক্ষিত হলে সাময়িক মনোনয়ন বাতিল বলে গণ্য হবে। এছাড়া ক্ষেত্রবিশেষে প্রার্থীকে ফৌজদারি আইনে সোপর্দ করা যাবে। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা ও যথাযথ এজেন্সি কর্তৃক জীবন-বৃত্তান্ত যাচাইয়ের পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় মনোনীত প্রার্থীদের নিয়োগ প্রদান করবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ