কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) কর্তৃক 'ওয়ার্ক আ্যাসিস্ট্যান্ট' পদে ০৩ (তিন) জন প্রার্থীর নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে।
এই নিয়োগ প্রাথমিকভাবে ০৩ (তিন) বছর মেয়াদী চুক্তিভিত্তিক, যার প্রথম বছর শিক্ষানবিশকাল হিসেবে বিবেচিত হবে। নিয়োগপ্রাপ্তগণ মাসিক মূল বেতন ১৫,৫০০/- (পনেরো হাজার পাঁচশত) টাকা (বেতন গ্রেড-১৮) এবং সিপিজিসিবিএল (কর্মচারী) চাকুরি বিধিমালা-২০১৭ ও বেতন কাঠামো-২০১৬ অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন।
নির্বাচিত প্রার্থীদের আগামী ১৫-১২-২০২৫ তারিখের মধ্যে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড-এর কর্পোরেট অফিস, ঢাকায় ব্যবস্থাপনা পরিচালক বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে। যোগদানপত্র গৃহীত হওয়ার পর কর্পোরেট দপ্তর হতে অবমুক্তি সাপেক্ষে মাতারবাড়ী ২৬০০ মে.ও. আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, সিপিজিসিবিএল, মহেশখালী, কক্সবাজার-এ কর্মস্থলে যোগদান করতে হবে।
যোগদানের সময় যেসকল কাগজপত্র দাখিল করতে হবে তার মধ্যে রয়েছে: সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ০৪ (চার) কপি রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ও চাকুরির অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি, ডোপ টেস্ট রিপোর্ট, শারীরিক সুস্থতা/স্বাস্থ্যগত সনদপত্র, বর্তমান কর্মস্থলের ছাড়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, জাতীয়তা/নাগরিক সনদপত্র এবং পুলিশ প্রত্যয়ন বিবরণী ফরম।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ