বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি) ৫০তম বি.সি.এস. পরীক্ষা-২০২৫ এর জন্য অনলাইন আবেদনপত্র পূরণ, পরীক্ষার ফি জমাদান এবং প্রবেশপত্র প্রাপ্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা বিপিএসসির ওয়েবসাইট (bpsc.gov.bd) অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেড (bpsc.teletalk.com.bd) এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্যাদি:
আবেদনের প্রক্রিয়া:
আবেদনপত্রে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং ক্যাডার/নন-ক্যাডার পছন্দক্রম পূরণ করতে হবে। আবেদনকারীর ব্যক্তিগত তথ্য (নাম, পিতার নাম, মাতার নাম, লিঙ্গ ইত্যাদি) সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড/সমপর্যায়ের প্রতিষ্ঠানের ডাটাবেইজে সংরক্ষিত এস.এস.সি. বা সমমান পর্যায়ের তথ্যের সাথে স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে এবং এই তথ্য পরিবর্তন করার সুযোগ থাকবে না। আবেদনকারীরা তাদের পছন্দ অনুযায়ী পরীক্ষা কেন্দ্র নির্বাচন করতে পারবেন এবং প্রিলিমিনারি টেস্টের জন্য বাংলা বা ইংরেজি ভার্সন বেছে নিতে পারবেন। একবার আবেদনপত্র জমা দেওয়া হলে ক্যাডার অপশন আর পরিবর্তন করা যাবে না।
আবেদন ফি জমাদান:
অনলাইন আবেদনপত্র সফলভাবে পূরণ করে ছবি ও স্বাক্ষর আপলোড সম্পন্ন হলে প্রার্থী একটি User ID সহ Applicant's Copy পাবেন। এই User ID ব্যবহার করে টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।
ফি জমা দেওয়ার প্রক্রিয়া (SMS এর মাধ্যমে):
BPSCSOC <User ID> লিখে 16222 নম্বরে পাঠান।BPSCSOC <Yes> <PIN> লিখে 16222 নম্বরে পাঠান।ফি প্রদান সম্পন্ন হওয়ার পর, প্রার্থী একটি নিশ্চিতকরণ SMS পাবেন, যেখানে User ID এবং Password থাকবে। এই User ID এবং Password ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করা যাবে।
গুরুত্বপূর্ণ নির্দেশনা:
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ